সাকিবকে নিয়ে অন্যরকম ভালো লাগায় সাইফউদ্দিন
ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দুয়ারে। আগামী ২০ জানুয়ারি থেকে শুরু হয়ে যাবে মাঠের লড়াই। এই সিরিজকে সামনে রেখে গত ১০ জানুয়ারি থেকে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট দল। আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ, এই খুশিতে ফুরফুরে মেজাজে অনুশীলন করে যাচ্ছেন বাংলাদেশের ক্রিকেটাররা।
এই সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন এক বছরের নিষেধাজ্ঞার শাস্তি ভোগ করা সাকিব আল হাসানও। বিশ্বসেরা অলরাউন্ডারকে দলে পেয়ে ভালো লাগার কথা জানিয়েছেন বাংলাদেশের অনেক ক্রিকেটারই। তবে মোহাম্মদ সাইফউদ্দিনের ভালো লাগাটা অন্য যে কারও চেয়ে বেশি।
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার পর্বে দলের সেরা ক্রিকেটারকে সঙ্গে পাওয়ায় তরুণ এই অলরাউন্ডার উচ্ছ্বসিত। মঙ্গলবার দলীয় অনুশীলনের পর সাইফউদ্দিন বলেন, 'আন্তর্জাতিক ক্রিকেটে ফেরাটা অনেক খুশির বিষয়, প্রকাশ করার মতো না। ঘরবন্দি ছিলাম, এর মধ্যে ঘরোয়া খেললাম। আসলে জাতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করা সব সময় গর্বের বিষয়।'
'আর সবচেয়ে বড় কথা আমাদের মাঝে এক বছর পর সাকিব ভাই ফিরে এসেছে। এ কারণে ভালো লাগাটা অন্যরকম। আর যেহেতু ঘরের মাঠে সিরিজ তাই বাড়তি উদ্দীপনা জোগাচ্ছে আমাদের।' যোগ করেন ডানহাতি এই অলরাউন্ডার।
গোড়ালির চোটের কারণে রাজশাহীর হয়ে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের শুরুতে খেলতে পারেননি সাইফউদ্দিন। শেষের দিকে মাত্র তিনটি ম্যাচ খেলেন তিনি। ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগে পুরো ফিট হয়ে উঠতে পারবেন কিনা, এ নিয়ে শঙ্কা ছিল সাইফউদ্দিনের। তবে শঙ্কা কেটে গেছে, পুরো ফিট হয়ে উঠেছেন বলে জানিয়েছেন তিনি।
সাইফউদ্দিন বলেন, 'ফিটনেস খুব ভালো। খুব চিন্তিত ছিলাম সিরিজের আগে সেরে উঠতে পারব কিনা। আমাদের ফিজিও বায়েজিদ ভাই অনেক সাহায্য করেছেন। ট্রেইনার শাওন ভাইও অনেক সাহায্য করেছেন। উনাদের নির্দেশনা মতো শেষ কদিন কঠোর পরিশ্রম করেছি। সব মিলিয়ে ভালো অবস্থায় আছি।'
বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে অভিজ্ঞদের পাশাপাশি বল হাতে ভালো করেছেন শরিফুল ইসলাম, হাসান মাহমুদদের মতো তরুণ পেসাররা। এই দুই পেসারই আছেন প্রাথমিক স্কোয়াডে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পেস আক্রমণ সাজাতে মধুর সমস্যাতেই পড়তে হবে নির্বাচকদের। প্রতিদ্বন্দ্বিতার এই ভিড়ে সেরাটা দিয়ে দলে টিকে থাকতে হবে বলে মনে করেন সাইফউদ্দিন।
তরুণ এই অলরাউন্ডার বলেন, 'বিসিবি প্রেসিডেন্টস কাপ ও বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে আমাদের পেসাররা অনেক ভালো করেছে। দলে সুযোগ পাওয়া বা সেরা একাদশে সুযোগ পাওয়ায় প্রতিদ্বন্দ্বিতা হবে। এ জন্য নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করছি। সব মিলিয়ে সেশনগুলো খুব উপভোগ করছি। সামনে আরও সুযোগ পাব অনুশীলনের, অনুশীলন ম্যাচও আছে।'