সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর মন্তব্যকারীদের বিরুদ্ধে বাফুফের আইনি নোটিশ
আগামী ৩ অক্টোবর অনুষ্ঠিত হবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচন। এই নির্বাচনকে কেন্দ্র করে বেশ আগে থেকেই সামাজিক যোগাযাগমাধ্যমে চলছে আলোচনা-সমালোচনা। সভাপতি প্রার্থী মোহাম্মদ সালাউদ্দিনকে নিয়ে চরম সমালোচনা চলছে। ফেসবুকে ব্যবহার করা হচ্ছে, 'সেইফ ফুটবল, ও 'সালাউদ্দিন আউট' হ্যাশ ট্যাগ।
কেবল নিজেরা পোস্ট করেই নয়, বাফুফের অফিসিয়াল ফেসবুক পেজের অনেক পোস্টেই সালাউদ্দিনের বিরুদ্ধে মন্তব্য করেছেন দেশের ফুটবল সমর্থকরা। ফেসবুক পর্যন্তই থাকেনি বিষয়টি। ১২ বছর ধরে বাফুফের সভাপতি পদে থাকা সালাউদ্দিনের বিরুদ্ধে ঢাকা ও ঢাকার বাইরে মানববন্ধনও হয়েছে।
সালাউদ্দিন অবশ্য এসব বিষয়কে পাত্তা দেননি। কিন্তু বাফুফে বিষয়টি আমলে নিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর মন্তব্যকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়েছে বাফুফে। মন্তব্যকারীদের আইনি নোটিশ দিয়েছে বাফুফে।
লিগ্যাল নোটিশের একটি ছবি বাফুফের অফিশিয়াল ফেসবুক পেজে পোস্ট করা হয়েছে। প্রাপকের ঠিকানায় কারও নাম উল্লেখ করা হয়নি। প্রাপকের ঠিকানার জায়গায় লেখা, 'সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউব/ফেসবুকে যে সকল আইডিতে, গ্রুপে, পেজে এবং ওয়েব সাইট ব্যবহারকারীগণ অত্র মিথ্যা মানহানিকর তথ্য পরিবেশন ও প্রচার করছে।'
বাফুফের আইনি নোটিশে বলা হয়েছে, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ভেরিফাইড ফেসবুক পেজে 'বাফুফে নির্বাচন ২০২০' শিরোনামের একটি পোস্টে কিছু সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী কুরুচিপূর্ণ, অসৌজন্যমূলক, উদ্দেশ্যপ্রণোদিত, মানহানিকর, আক্রমণাত্মক ও ভিত্তিহীন মন্তব্য করেছেন।
আইনি নোটিশে আরও অভিযোগ করা হয়েছে, বাফুফে নির্বাচনের তারিখ ঘোষণার পর থেকে নির্বাচনকে প্রভাবিত করতে ফেসবুক গ্রুপ তৈরি করে ও ইউটিউব চ্যানেলের মাধ্যমে বাফুফের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। এসবের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে নোটিশে উল্লেখ করা হয়েছে।