সেমিতে পেরুকে পেল ব্রাজিল
কোয়ার্টার ফাইনাল থেকে দুই দল বিদায় নিয়েছে। দুই দল উঠে গেছে সেমি ফাইনালে। রোমাঞ্চকর লড়াই জিতে কোপা আমেরিকার প্রথম দল হিসেবে শেষ চারে ওঠে পেরু। এরপর কষ্টের জয়ে শেষ চারের টিকেট কাটে ব্রাজিল। প্রথম সেমি ফাইনালে এই দুই দলই মুখোমুখি হবে। আগামী ৬ জুলাই ভোর ৫টায় রিও দি জেনেইরোতে ফাইনালে ওঠার লড়াইয়ে মাঠে নামবে ব্রাজিল-পেরু।
চিলির বিপক্ষে ১-০ গোলের জয় নিয়ে সেমি ফাইনালে উঠতে কঠিন ঘাম ঝরাতে হয়েছে ব্রাজিলকে। দ্বিতীয়ার্ধের শুরুতেই ১০ জনের দলে পরিণত হওয়া সেলেসাওরা সেভাবে আক্রমণই সাজাতে পারেনি। বল দখলের লড়াইয়েও চিলি অনেক এগিয়ে ছিল।
ম্যাচে ৫৯ শতাংশ সময় বল নিজেদের পায়ে রাখে চিলি। হার মানা দলটিই গোলমুখে বেশি শট নেয়। তাদের নেওয়া ১১টি শটের ৫টি ছিল লক্ষ্যে। ৪১ শতাংশ সময় বল পায়ে রাখা ব্রাজিল ১০টি শট নেয়, এর মধ্যে ৫টি ছিল লক্ষ্যে। কর্নার আদায়েও চিলির চেয়ে পিছিয়ে ছিল ব্রাজিল। চিলি কর্নার পায় ৬টি, ব্রাজিল ৪টি।
প্রথমার্ধে বল দখল, আক্রমণে ব্রাজিলই এগিয়ে ছিল। এই ধারায় দ্বিতীয়ার্ধেই গোলের দেখা পেয়ে যায় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। নেইমারের কাছ থেকে বল পেয়ে সহজেই জাল খুঁজে নেন লুকাস পাকুয়েতা। ফিরমিনোর বদলি হিসেবে বিরতির পর মাঠে নেমেই গোল করেন অ্যাটাকিং এই মিড ফিল্ডার। বাকি সময়ে অনেক চেষ্টা করেও গোলের দেখা পায়নি চিলি।
পেরু-প্যারাগুয়ের মধ্যকার প্রথম কোয়ার্টার ফাইনালটি ছিল রোমাঞ্চে ঠাসা। দ্বিতীয়ার্ধের শেষ দিক থেকে পুরো অতিরিক্ত সময় ১০ জন নিয়ে খেলে প্যারাগুয়ে। দুবার পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়িয়ে ম্যাচ টাইব্রেকারে নিয়ে যায় তারা। কিন্তু পেনাল্টি শুট আউটে প্যারাগুয়েকে ৪-৩ গোলে হারিয়ে দেয় পেরু। ৯০ মিনিট শেষে অতিরিক্ত সময়ও ম্যাচ ৩-৩ গোলে সমতায় ছিল।