হোটেলে ভোট, বাইরে বিক্ষোভ
বহুল আলোচিত বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে ) নির্বাচনের দিন আজ। শনিবার হোটেল সোনারগাঁওয়ে বার্ষিক সাধারণ সভার (এজিএম) পর দুপুর ২টা থেকে শুরু হয় ভোট গ্রহণ। ভোটাররা তখন ভোট দেওয়ায় ব্যস্ত, এমন সময় হোটেলের বাইরে দেখা গেল বিক্ষোভ।
বাফুফে সভাপতি প্রার্থী কাজী সালাউদ্দিনের বিরুদ্ধে লেখা প্লাকার্ড নিয়ে হোটেল সোনাওগাঁওয়ের বাইরে দাঁড়িয়ে পড়েছেন কয়েকজন ফুটবলভক্ত। তবে নাম-পরিচয় জানাননি তারা। পরিচয় জানতে চাইলে একজন বলেন, 'বাংলাদেশ ফুটবলে শুভাকাঙ্ক্ষী আমরা। ফুটবল বাঁচানোর সামান্য চেষ্টা হিসেবে এখানে দাঁড়িয়েছি।'
হোটেল সোনাগাঁওয়ের বাইরে দাঁড়ানো একজনের প্লাকার্ডে লেখা, 'সালাউদ্দিন হটাও, ফুটবল বাঁচাও। র্যাঙ্কিংয়ে ১৯৭ লজ্জাকর অবস্থা থেকে জাতি মুক্তি চায়।' আরেকটি প্লাকার্ডে লেখা, 'ফুটবলের সোনালী অতিত ফিরিয়ে দাও।' একজন পরিবর্তনের দাবি জানিয়ে প্লাকার্ডে লিখেছেন, 'পরিবর্তন চাই, উন্নতি চাই।'
কাজী সালাউদ্দিনের বিরুদ্ধে এমন বিক্ষোভ অবশ্য বেশ আগে থেকেই হয়ে আসছে। তিনবারের বাফুফে সভাপতিকে নিয়ে সামাজিক যোগাযাগমাধ্যমে হয়েছে চরম সমালোচনা। ফেসবুকে ব্যবহার করা হয়েছে, 'সেইফ ফুটবল, ও 'সালাউদ্দিন আউট' হ্যাশ ট্যাগ।
কেবল নিজেরা পোস্ট করেই নয়, বাফুফের অফিসিয়াল ফেসবুক পেজের অনেক পোস্টেই সালাউদ্দিনের বিরুদ্ধে মন্তব্য করেছেন দেশের ফুটবল সমর্থকরা। অবশ্য ফেসবুক পর্যন্তও থাকেনি বিষয়টি। ১২ বছর ধরে বাফুফের সভাপতি পদে থাকা সালাউদ্দিনের বিরুদ্ধে ঢাকা ও ঢাকার বাইরে মানববন্ধন হয়েছে। যা দেখা গেল ভোট গ্রহণের দিনও।
চতুর্থবারের মতো সভাপতি পদে লড়ছেন কাজী সালাউদ্দিন। সম্মিলিত পরিষদ থেকে সভাপতি পদে লড়ছেন সাবেক এই তারকা ফুটবলার। স্বতন্ত্র প্রার্থী হিসেবে সভাপতি পদে নির্বাচন করছেন শফিকুল ইসলাম মানিক। শেষ মুহূর্তে সুর পাল্টে নির্বাচন করছেন আরেক সভাপতি প্রার্থী বাদল রায়।
সারা দেশ থেকে আসা ১৩৯ জন কাউন্সিলর ভোট দিচ্ছেন। সভাপতি পদটি ছাড়া এই নির্বাচনে আছে আরও ২০টি পদ। ২১ পদে এবারের নির্বাচনে মোট ৪৭ জন প্রার্থী লড়ছেন।