২০১৯ বিশ্বকাপ ফাইনাল: সুপার ওভারের আগে 'ধূমপানের বিরতি' নিয়েছিলেন স্টোকস
গত বছর ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল ম্যাচে স্নায়ুচাপ কমাতে 'ধূমপানের বিরতি' নিয়েছিলেন ইংল্যান্ডের তারকা অল-রাউন্ডার বেন স্টোকস। ইংল্যান্ডের বিজয়গাথা নিয়ে লেখা নতুন এক বইয়ে এই তথ্য জানানো হয়েছে।
১৪ জুলাই ২০১৯, পুরুষদের ক্রিকেটের বিশ্ব আসরের শিরোপার শেষ লড়াইয়ে নির্ধারিত ওভার শেষে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড- দু'দলের রান সমান থাকলে খেলা গড়ায় সুপার ওভারে। সেই ওভারেও দু'দল সমান রান করে। ফলে সবচেয়ে বেশি বাউন্ডারি বিবেচনায় বিজয়ী হয় ইংল্যান্ড। এটিকে ক্রিকেট বিশ্বকাপের ইতিহাসের অন্যতম সেরা ফাইনাল হিসেবে গণ্য করে অনেকে।
ঐতিহাসিক ওই বিজয়ের এক বছর পূর্তি উপলক্ষে প্রকাশিত "মরগান'স মেন: দ্য ইনসাইড স্টোরি অব ইংল্যান্ড'স রাইজ ফ্রম ক্রিকেট ওয়ার্ল্ড কাপ হিউমিলেশন টু গ্লোরি' বইয়ে সেদিনের লন্ডনে স্টোকসের অনুভব করা স্নায়ুচাপ তুলে ধরা হয়েছে।
বইটির যৌথলেখক নিক হল্ট ও স্টিভ জেমস লিখেছেন, 'সুপার ওভারের উন্মত্ততা সামনে এলে, ২৭ হাজার সমর্থকে ঠাসা মাঠ আর টিভি ক্যামেরাগুলোর চোখ এড়িয়ে, লং-রুম ও ড্রেসিং রুমের মাঝখানে নিরিবিলি একটা জায়গা খুঁজে নেওয়া হয়েছিল।'
'লডসে কম ম্যাচ খেলেননি বেন স্টোকস। এ স্টেডিয়ামের প্রতিটি ফাঁকফোকর তার চেনা। ইংল্যান্ড ড্রেসিংরুমে অধিনায়ক মরগান যখন খেলোয়াড়দের শান্ত রাখার চেষ্টা আর নিজেদের কৌশল নিয়ে আলোচনা করছিলেন, তখন এক মুহূর্তের জন্য সেখান থেকে বেরিয়ে যান স্টোকস।'
'তিনি ঘেমে-নেয়ে একাকার। একটু আগেই অবিশ্বাস্য রকমের টেনশন নিয়ে ২ ঘণ্টা ২৭ মিনিট ব্যাট করে এসেছেন। কী করছিলেন স্টোকস? একটু পর ফিরে এলেন ড্রেসিংরুমে। অ্যাটেনডেন্টের ছোট্ট অফিসটা পেরিয়ে, ঢুকে গেলেন শাওয়ারে। সেখানে একটা সিগারেট ধরিয়ে, নিজের মতো কাটালেন কয়েক মিনিট।'
মূল ম্যাচে অপরাজিত ৮৪ এবং সুপারওভারে ৮ রানের সুবাধে ইংল্যান্ডের ওই ঐতিহাসিক জয়ে ম্যান অব দ্য ম্যাচ হয়েছিলেন স্টোকস।
- সূত্র : স্ক্রল ইন্ডিয়া