২৭ বছরে প্রথমবারের মতো দলের খেলা দেখতে না পেরে ক্ষুব্ধ অস্ট্রেলীয়রা
বাংলাদেশের বিপক্ষে প্রথমবারের মতো কোন টি-২০ ম্যাচে পরাজয়ের মুখ দেখল অস্ট্রেলিয়া। ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে এ নিয়ে গত সাত ম্যাচের ছয়টিতেই হেরেছে অজিরা। তার সঙ্গে দীর্ঘ ২৭ বছর পর জাতীয় দলের ম্যাচ দেখতে না পেরে ক্ষিপ্ত দেশটির ক্রিকেট ভক্তরা।
মাঠে সময়টা ভালো যাচ্ছে না অস্ট্রেলিয়ার। ওদিকে দেশে বসে থাকা অস্ট্রেলীয় ক্রিকেট ভক্তদেরও সময়টা ভালো যাচ্ছে না। কেননা, চলমান বাংলাদেশ সফরের কোন ম্যাচই সম্প্রচারিত হচ্ছে না অস্ট্রেলিয়ার কোনো টিভি চ্যানেলে। গত ২৭ বছরে এই প্রথম জাতীয় দলের কোন ম্যাচ দেখা থেকে বঞ্চিত হল তাদের স্বদেশী দর্শকরা।
বিষয়টা কতটা হাস্যকর ও অভাবনীয় সেটা বুঝতে অ্যারন ফিঞ্চের দিকেই তাকান। হাঁটুর ইনজুরির জন্য বাংলাদেশ সফরে আসতে না পারা অস্ট্রেলিয়ান অধিনায়ক মেলবোর্নে বসে নিজেও দেখতে পারছিলেন না তার দলের খেলা। টিভিতে খেলা দেখতে না পেরে অন্য কোন উপায় খুঁজে বের করার জন্য অগত্যা টুইটই করে বসলেন ফিঞ্চ।
তার সেই টুইটের কমেন্ট সেকশনে তখন জমা হতে শুরু করে অসংখ্য অবৈধ স্ট্রিমিং লিংক। সেই অবৈধ স্ট্রিমিং লিংকগুলোর জন্যই বলতে গেলে অস্ট্রেলিয়ায় সম্পূর্ণ ব্ল্যাকআউটের হাত থেকে রক্ষা পেয়েছে সিরিজের প্রথম টি-২০ ম্যাচটি।
অস্ট্রেলীয় দলের ১৯৯৪ সালের পাকিস্তান সফর ছিল সর্বশেষ সিরিজ যেটা কোন টিভি চ্যানেলে দেখতে পারেনি স্বদেশী দর্শকরা। গত ২৭ বছরে অস্ট্রেলিয়ার সিংহভাগ ক্রিকেট ম্যাচই সম্প্রচার করেছে টেলিভিশন কোম্পানি ফক্সটেল। সম্প্রচারের বেলায় বলতে গেলে অস্ট্রেলীয় ক্রিকেটের মেরুদণ্ডই ফক্স।
২০১৮ সালে ১১৮ কোটি ডলারের বিশাল এক চুক্তিতে ৬ বছরের জন্য অস্ট্রেলিয়ার সকল হোম সিরিজ এবং আন্তর্জাতিক টুর্নামেন্টের সত্ত্ব কিনে নেয় ফক্সটেল। এই চুক্তির পর থেকেই বাইরের সিরিজগুলোর জন্য একটু হিসেব করে খরচ করা শুরু করে তারা। প্রতিটি সফরের আগেই আয়োজক দেশের বোর্ডের সাথে একরকম দামাদামিতে লিপ্ত হয় ফক্সটেল। কম হাইপ থাকা সিরিজগুলোয় সেই দামাদামি একেবারে চূড়ান্ত রূপ ধারণ করে।
মে মাসে এই সিরিজের সূচি ঘোষিত হওয়ার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড ফক্সটেলের কাছে সিরিজ সম্প্রচার বিষয়ক চুক্তির জন্য নিজে থেকে প্রস্তাব পেশ করে। তাদের সেই প্রস্তাবকে একদম পাত্তাই দেয়নি ফক্স।
বাংলাদেশে আসার আগেই ওয়েস্ট ইন্ডিজ সফর করে এসেছে অজিরা। সেই সিরিজের চুক্তির সময়ও একইরকম গড়িমসি করেছে ফক্স। সিরিজের প্রথম ম্যাচ শুরু হওয়ার মাত্র দুইদিন আগে উইন্ডিজ বোর্ডের সাথে সম্মতিতে আসে তারা।
কিন্তু বাংলাদেশ সিরিজের বেলায় সেই সম্মতির মুখ দেখা হয়নি ফক্সের। তাদের দাবি, যেহেতু অস্ট্রেলিয়ার অনেক তারকা ক্রিকেটারই আসছে না, তাই এই সিরিজের সত্ত্বের জন্য এতো অর্থ চাইতে পারে না বিসিবি। প্রস্তাবিত টাকার অংক এখনো জানায়নি কোন পক্ষই। তবে এটা জানা গেছে, বিসিবি তাদের অবস্থানে দৃঢ় ছিল। ফক্সটেল নিজেদের সরিয়ে নেওয়ার পর অন্য অস্ট্রেলীয় টিভি কোম্পানিগুলোও আর আগ্রহ দেখায়নি এই সিরিজের ওপর।
ক্রিকেট অস্ট্রেলিয়া পরবর্তী সময়ে এই সিরিজ ইউটিউবে সম্প্রচারিত হবে এরকম ইঙ্গিত দিলেও গতকাল অস্ট্রেলিয়ার কোথাও ইউটিউবেও স্ট্রিম হয়নি এই ম্যাচটি। অস্ট্রেলিয়ায় ২৭ বা তারচেয়ে কম বয়সী কোন ক্রিকেট ভক্তই এর আগে এরকম ব্ল্যাকআউটের শিকার হয়নি।
এরকম অভাবনীয় এক ব্ল্যাকআউটের পর স্বাভাবিকভাবেই ক্ষিপ্ত অস্ট্রেলিয়ার সাধারণ ক্রিকেট ভক্তরা। গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে ভালোই ক্ষোভ ঝেড়েছেন তারা। সম্প্রচারকদের এমন বিলাসিতার সমালোচনা করেছে কয়েকটি শীর্ষস্থানীয় সংবাদপত্রও।
- সূত্র: দ্য সিডনি মর্নিং হেরাল্ড