৩৫৪ কি.মি. বেগে ছুটবে রোনালদোর ৯০ কোটি টাকার নতুন গাড়ি
করোনাভাইরাসের দাপটে বাইরে বের হওয়ার উপায় নেই। অনেক দেশেই লকডাউন অবস্থা। করোনা থেকে নিজেকে মুক্ত রাখতে লড়ছে সবাই, আপাতত কাজ নিয়ে খুব বেশি মানুষ ভাবছেন না। কিন্তু কাজহীন সময়ও আবার অনেকের কাছেই বিরক্তিকর।
বিশেষ করে খেলোয়াড়দের জন্য এটা আরও কঠিন। খেলা, অনুশীলনহীন অবস্থায় এভাবে ঘরবন্দী থেকে অনেকেই হাঁফিয়ে উঠেছেন। সারা বছর ব্যস্ত সময় পার করা ফুটবলারদের যেন কিছুতেই সময় কাটছে না। ঘরে শুয়ে-বসে থাকার পাশাপাশি ঘরের কাজে মন লাগিয়েছেন অনেকে।
এমন সময় মনকে চাঙ্গা করতে ৯০ কোটি টাকা (সাড়ে ৮ মিলিয়ন পাউন্ড) মূল্যের গাড়ি কিনেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ফ্রান্সের গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠান বুগাত্তির বিশেষ মডেলের গাড়ি কিনেছেন সিআরসেভেন। এই মডেলের মাত্র ১০টি গাড়ি বাজারে ছাড়বে তারা। এর মধ্যে একটি গাড়ি হবে জুভেন্টাসের পর্তুগিজ সুপার স্টার রোনালদোর।
যদিও এই ব্যাপারটি রোনালদো কিংবা বুগাত্তি; কোনো পক্ষই নিশ্চিত করেনি। ব্রিটিশ সংবাদমাধ্যম তাদের খবরে জানিয়েছে, বিশেষ মডেলের এই গাড়ির জন্য অর্ডার করেছেন রোনালদো। আগামী বছর তাকে গাড়িটি বুঝিয়ে দেওয়া হবে। বর্তমানে পরিবারের সঙ্গে পর্তুগালের মাদেইরাতে হোম কোয়ারেন্টিনে আছেন পাঁচবারের ব্যালন ডি'অর জয়ী তারকা এই ফুটবলার।
বুগাত্তির সেন্তোদিয়েচি নামের বিশেষ মডেলের এই গাড়িটির বৈশিষ্ট্য হলো, এটিতে আট লিটারের শক্তিশালী কোয়াট-টার্বোচার্জড ডব্লিউ-১৬ ইঞ্জিন আছে। মাত্র ২.৪ সেকেন্ডে ৭২ কি.মি গতি তুলতে সক্ষম গাড়িটি ঘণ্টায় ২৩৬ মাইল (৩৫৪ কি. মি) বেগে ছুটতে পারে।
করোনার প্রভাবে বন্ধ হয়ে যাচ্ছে প্রায় সব ধরনের ব্যবসা-বানিজ্য। ইতোমধ্যে আর্থিক ক্ষতির মুখে পড়ে গেছে অনেক প্রতিষ্ঠান। অনেক প্রতিষ্ঠান কর্মী ছাটাই করে খরচ কমাচ্ছে। বার্সেলোনার মতো শীর্ষ ফুটবল ক্লাবও খেলোয়াড়দের বেতন কমানোর প্রস্তাব দিয়েছে। কিন্তু গাড়িপ্রিয় রোনালদো এর মাঝেই তার গ্যারেজে আরেকটি গাড়ি আনার ব্যবস্থা করছেন। বুগাত্তির আরও দুটি গাড়ি আছে রোনালদোর গ্যারেজে।
রোনালদোর বান্ধবী জর্জিনা রদ্রিগেজও কেনাটাকায় পটু। করোনার মধ্যেই এরআগে শপিং করতে বেরিয়ে পড়েছিলেন আর্জেন্টাইন বংশোদ্ভুত স্প্যানিশ এই মডেল। পুর্তগালের ফুনচালে একটি শপিং মলে দেখা গিয়েছিল জর্জিনাকে। যা নিয়ে সামজিক যোগাযোগম্যাধ্যমে কম সমালোচনা হজম করতে হয়নি তাকে।