‘আমরা জিতছি, একটু খুশি থাহেন’
তার জন্ম ডেনমার্কে, বেড়ে ওঠাও সেখানে। ডেনমার্কের ক্লাব ফুটবলেও খেলার সুযোগ হয়েছে। বাবা-মা বাংলাদেশি হওয়ায় বাংলা ভাষাটা কিছুটা জানেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। কিন্তু যতোটা জানেন, সে ভাষায় কথা বললে হাসির রোল পড়ে যায় তার চারপাশে।
সোমবার বঙ্গবন্ধু স্টেডিয়ামে এমনই এক ঘটনা ঘটেছে। নেপালের বিপক্ষে দ্বিতীয় ম্যাচের আগের দিন প্রথম ম্যাচে বাংলাদেশ দলের করা ভুল নিয়ে জামালকে প্রশ্ন করেন সাংবাদিকরা। জবাবে জামাল যে ভাষায় কথা বলতে থাকেন, সাংবাদিকরা অট্টহাসিতে ফেটে পড়েন।
প্রথম ম্যাচে নেপালের বিপক্ষে ২-০ গোলে জিতলেও বেশ কিছু মিস পাস ছিল বাংলাদেশের। এটা নিয়ে প্রশ্ন করা হলে জামাল বলে ওঠেন, 'মিস পাস তো হতে পারে। আমরা আট মাস পরে ফুটবল খেলতাছি (খেলছি)। আমরা জিতছি (জিতেছি), একটু খুশি থাহেন (থাকেন)। জয়, তারপর সমালোচনা। হারলে ঠিক আছে। কিন্তু যে সময় আমরা জিততাছি (জিতছি), এই সময়ও সমালোচনা, মিস পাস, এই ভুল।'
২০১৩ সাল থেকে বাংলাদেশ দলে খেলে এলেও বাংলা ভাষার ব্যবহারে জামাল ভূঁইয়া যে এখনও কাঁচা, সেটা পরের প্রশ্নের উত্তরে বোঝা গেল। নেপালের বিপক্ষে দ্বিতীয় প্রীতি ম্যাচটি ফাইনালের মতো জানিয়ে বংলাদেশ অধিনায়ক বলেন, 'ম্যাচটি ফাইনালের মতো। জিতলে বাংলাদেশের ফুটবলের জন্য খুবই ভালো। হারলে সবাই পকপক করবে। সুতরাং আমাদের জিততেই হবে।'
নেপালের বিপক্ষে প্রথম ম্যাচের প্রথম অর্ধে দাপুটে ফুটবল খেলে বাংলাদেশ। কিন্তু দ্বিতীয়ার্ধে সেই দাপট ধরে রাখতে পারেননি জামালরা। এই ম্যাচে দুই অর্ধেই ভালো খেলার কথা বলছেন বাংলাদেশ অধিনায়ক।
জামাল বলেন, 'আগের ম্যাচে প্রথমার্ধ ভালো ছিল। দ্বিতীয়ার্ধে আমি ১০-১৫ মিনিট খেলেছি। প্রথমার্ধ দারুণ ছিল, দ্বিতীয়ার্ধে কষ্ট করতে হয়েছে। শুধু প্রথমার্ধে ভালো খেললে চলবে না, দুই অর্ধেই ভালো খেলতে হবে। আগামীকাল সেটাই আমাদের লক্ষ্য। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে দল কেমন খেলেছে। সে হিসেবে প্রথম ম্যাচের পারফরম্যান্সে আমি খুশি।'