সংবাদমাধ্যমের সমালোচনাকে ‘অন্যায়’ বলছেন কাবরেরা
বল দখল বা আক্রমণ সাজানোয় এগিয়ে ছিল বাংলাদেশই। কিন্তু জালের দেখা না মেলায় হারের হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয় বাংলাদেশ ফুটবল দলকে। মালদ্বীপের বিপক্ষে ওই হারের পর দল নিয়ে বেশ সমালোচনা হয়, কাঠগড়ায় তোলা হয় বাংলাদেশের আক্রমণভাগকে। ম্যাচ হারলেও পুরো ম্যাচে দাপট ছিল ঘরের মাঠের দলটিরই। এরপরও দল নিয়ে সমালোচনা হওয়ায় সংবাদমাধ্যমের ওপর চটেছেন হাভিয়ের কাবরেরা। এটাকে অন্যায় বলছেন জাতীয় দলের স্প্যানিশ এই কোচ।
ভালো খেলেও জিততে না পারার হতাশা ঘুচেছে দ্বিতীয় আন্তর্জাতিক ম্যাচে। কিংস অ্যারেনায় অনুষ্ঠিত ম্যাচে পাপন সিংয়ের করা শেষ মুহূর্তের গোলে ২-১ ব্যবধানে জেতে বাংলাদেশ। যদিও এই ম্যাচেও অনেকটা সময় একই রকম চিত্র ছিল। আক্রমণে আধিপত্য ধরে রাখার পরও বাংলাদেশই শুরুতে পিছিয়ে পড়ে। মজিবর রহমান জনির দারুণ গোলে সমতায় ফেরে তারা। যোগ করা সময়ে পাপনের গোলে জয় নিশ্চিত হয় বাংলাদেশের।
প্রীতি ম্যাচ হলেও জয়টি বাংলাদেশের জন্য স্বস্তিরই। হতাশার বছরটি জয় দিয়ে শেষ করেছে তারা, এটাই ছিল এ বছর তাদের শেষ আন্তর্জাতিক ম্যাচ। চলতি বছর ৮ ম্যাচের ৬টিতে হেরেছে কারবেরার শিষ্যরা। কালকের ম্যাচের আগে একমাত্র জয়টি ছিল ভুটানের বিপক্ষে গত সেপ্টেম্বরে। এমন রোমাঞ্চকর জয় পাওয়ার দিনে তৃপ্তির হাসি শোভা পেয়েছে কাবরেরার ঠোটে। কিন্তু এর মাঝেও হতাশা প্রকাশ করেছেন তিনি। দলকে নিয়ে হওয়া সমালোচনা কাবরেরার দৃষ্টিতে অস্বাভাবিক।
আগের ম্যাচের গোল করতে না পারার ব্যর্থতা নিয়ে প্রশ্ন করলে জাতীয় দলের প্রধান কোচ বলেন, 'আপনারা প্রথম ম্যাচে আমাদের চমৎকার ফুটবল দেখেননি? আমার মনে হয়, এই ম্যাচের চেয়ে প্রথম ম্যাচে আমরা আরও বেশি ভালো খেলেছিলাম। এদিনের চেয়ে সেদিন বেশি সুযোগ তৈরি করেছিলাম। সেই একই মনোভাব, শক্তি, মানসিকতা নিয়েই আমরা নেমেছিলাম, আপনারা শুধু এই দলকে সমালোচনা করতে চান, যেটা পুরোপুরি অন্যায়।'
সমালোচনায় বিরক্ত হলেও বিশ্বাস হারাননি কাবরেরা। জেতার বিশ্বাস ছিল জানিয়ে তিনি বলেন, 'প্রথম ম্যাচে আমরা যে মানসিকতা নিয়ে খেলতে নেমেছিলাম, দ্বিতীয় ম্যাচেও সেটার সাথে খুব বেশি পার্থক্য ছিল না। পরিকল্পনা, আক্রমণ; আগের ম্যাচের মতেই ছিল। চাপের মুখে ভুগলেও আক্রমণ কিন্তু করে গেছি। দ্বিতীয়ার্ধে ছেলেরা তাদের জাত চিনিয়েছে। এখানে যারা আছে, তারা কেউই বিশ্বাস করেনি আমরা জিতব। প্রথম ম্যাচের পর তারা সমালোচনা করেছিল। কিন্তু এরপরও আমরা বিশ্বাস করেছি, আমরা জিতব।'