‘কী করছে সে এসব?’: ওয়ার্নারের ব্যাটিং দেখে বিস্মিত লারা
ব্যাট হাতে ডেভিড ওয়ার্নারের সময়টা একদমই ভালো যাচ্ছে না। টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে 'গোল্ডেন ডাক' মেরে নিজের সাম্প্রতিক ফর্মটা যেন আবারও সবাইকে মনে করিয়ে দিলেন এই অস্ট্রেলীয় ওপেনার।
তবে প্রথম বলে আউট হওয়ার চেয়ে যে ভঙ্গিমায় আউট হয়েছেন ওয়ার্নার সেটি সমালোচনা কুড়াচ্ছে বেশি। ১৫৯ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে ম্যাচের প্রথম বলেই টিম সাউদিকে ডাউন দ্য উইকেট খেলতে গিয়ে স্লিপে ক্যাচ দেন এই ওপেনার। ঝাঁপিয়ে পড়ে সে ক্যাচ তালুবন্দী করেন মার্টিন গাপটিল।
কমেন্ট্রি বক্সে বসে ওয়ার্নারের এই শিশুসুলভ ব্যাটিং যেন বিশ্বাসই করতে পারছিলেন না ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি ব্রায়ান লারা। তিনি অগত্যা বলেই বসেন, "কী করছে সে এসব?"
আগামী শনিবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করতে যাচ্ছে অস্ট্রেলিয়া। সে ম্যাচে ওয়ার্নারের জায়গা হবে কি না একাদশে, তা এখনো নিশ্চিত নয়।
আজ, ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়ার দ্বিতীয় প্রস্তুতি ম্যাচেও ব্যর্থ হয়েছেন ওয়ার্নার। এ ম্যাচে ৭ বল খেলে ১ রান করে সাজঘরে ফিরে গেছেন তিনি।
গত মাসে আইপিএল পুনরায় শুরু হওয়ার পর দুই ম্যাচের মধ্যেই ওয়ার্নারকে অধিনায়ক পদ থেকে সরিয়ে নেয় সানরাইজার্স হায়দরাবাদ। এরপর দল থেকেই একরকম ব্রাত্য হয়ে পরেন এই বিগহিটার।
তবে এই বাজে সময়েও জাতীয় দলের কোচ ও অধিনায়ককে সাথে পাচ্ছেন ওয়ার্নার। সম্প্রতি অস্ট্রেলিয়ার কোচ জাস্টিন ল্যাঙ্গার আশাবাদ ব্যক্ত করেছেন যে ওয়ার্নার জাতীয় দলের হয়ে ঠিকই জ্বলে উঠবে।
ওয়ার্নারের ব্যাপারে অধিনায়ক অ্যারন ফিঞ্চ গত সপ্তাহে বলেছেন, "বিগত বছরগুলিকে আমরা অনেকবার দেয়ালে পিঠ ঠেকে যেতে দেখেছি তার। কিন্তু সে একজন যোদ্ধা।
"সে যেভাবে প্রস্তুতি নিয়েছে, সেটা নিয়ে কোনো সমস্যাই নেই আমার। দারুণ মনোভাব নিয়ে এখানে এসেছে সে, এবং এর প্রভাব বাকিদের উপরও পড়ছে।
"পর্দার আড়ালে নিজেকে গুছিয়ে নিচ্ছে সে। নিজে যা করতে ভালোবাসে, তার সবকিছুই করছে।"
সাম্প্রতিক ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশ সফরে অস্ট্রেলিয়া দলের সাথে যোগ দেননি ওয়ার্নার। দুটি টি-টোয়েন্টি সিরিজেই হেরেছে অজিরা, বাংলাদেশের বিপক্ষে সিরিজটি হেরেছে ১-৪ ব্যবধানে।
সংযুক্ত আরব আমিরাতে হায়দরাবাদের হয়ে আইপিএলে মাত্র দুটি ম্যাচে খেলার সুযোগ পেয়েছেন তিনি। এই দুই ম্যাচে ০ ও ২ রান করে সাজঘরে ফিরেছেন এই ওপেনার।
ওয়ার্নার বিনা রানে ফিরে গেলেও কিউইদের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ঠিকই জয় তুলে নিতে সক্ষম হয়েছে অস্ট্রেলিয়া। স্টিভ স্মিথের ৩৫, মার্কাস স্টয়নিসের ২৮ ও শেষদিকে অ্যাস্টন অ্যাগারের ২৩ রানের ছোট ছোট সংগ্রহগুলোর উপর ভর করেই তিন উইকেটের জয় তুলে নিতে পেরেছে অজিরা।
সূত্র: ইয়াহু স্পোর্ট।