‘বাবরকে টুর্নামেন্ট সেরার পুরস্কার না দেওয়া অযৌক্তিক’
টি-টোয়েন্টি বিশ্বকাপে ৭ ম্যাচে ৩টি হাফ সেঞ্চুরিসহ ৪৮.১৬ গড়ে ২৮৯ রান করেছেন অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নার। যা আসরের দ্বিতীয় সর্বোচ্চ। দারুণ এই ব্যাটিংয়ে টুর্নামেন্ট সেরার পুরস্কার জিতেছেন তিনি। আসরের সর্বোচ্চ রান করেও পুরস্কারটি পাননি পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। এতে রীতিমতো অবাক শোয়েব আখতার।
পাকিস্তানের সাবেক এই গতি তারকা মনে করেন, বাবরকে টুর্নামেন্ট সেরার পুরস্কার না দেওয়ার সিদ্ধান্তটা ভুল, এটা অযৌক্তিক। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বসে নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়ার মধ্যকার ফাইনাল দেখেন ইতিহাসের সর্বোচ্চ গতিসম্পন্ন এই পেসার। পুরস্কার বিতরণী শেষে বাবরের টুর্নামেন্ট সেরার পুরস্কার না পাওয়া নিয়ে হতাশা প্রকাশ করেন শোয়েব।
সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকার শীর্ষে বাবর আজম। ছয় ম্যাচে ৪টি হাফ সেঞ্চুরিসহ ৬০.৬০ গড়ে ৩০৩ রান করেন পাকিস্তানের অধিনায়ক। সেমি-ফাইনাল থেকে পাকিস্তান বিদায় নেওয়ায় বাবরকে সেরা খেলোয়াড় হিসেবে বিবেচনা করা হয়নি। তার থেকে ১৪ রান কম করা ওয়ার্নার জেতেন পুরস্কারটি।
বিষয়টি একেবারেই মনে ধরেনি শোয়েব আখতারের। তার মতে এটা অযৌক্তিক। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে কিংবদন্তি এই পেসার লিখেছেন, 'আমি আশা করেছিলাম বাবর আজম টুর্নামেন্ট সেরা হবে। তা হয়নি, সিদ্ধান্তটা অযৌক্তিক ছিল।' শুধু শোয়েবই নন, ক্যারিবিয়ান ক্রিকেটার শেফরন রাদারফোর্ডও আইসিসির সিদ্ধান্তের সমালোচনা করেছেন।
খারাপ সময়কে পেছনে ফেলে টুর্নামেন্টজুড়ে দারুণ ব্যাটিং করেছেন ওয়ার্নার। বিশেষ করে ফাইনালের ইনিংসটির কারণেই বাঁহাতি এই ওপেনারকে টুর্নামেন্ট সেরা হিসেবে বিবেচনা করা হয়। রোববার ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জেতে অস্ট্রেলিয়া। শিরোপা জয়ের লড়াইয়ে ৩৮ বলে ৪টি চার ও ৩টি ছক্কায় ৫৩ রানের মহাকার্যকর এক ইনিংস খেলেন ওয়ার্নার।