‘ভারত শীর্ষ ধনী বোর্ড, তারাই বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রণ করছে’
ভারতের দেওয়া অর্থে পাকিস্তানের ক্রিকেট বেঁচে আছে বলে কদিন আগে মন্তব্য করেছিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান রমিজ রাজা। ভারত অর্থ দেওয়া বন্ধ করলে পাকিস্তানের ক্রিকেট থমকে যাবে বলে মনে করেন তিনি। এবার দেশটির প্রধানমন্ত্রী ও বিশ্বজয়ী অধিনায়ক ইমরান খান বললেন, বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রণ করছে ভারত।
পাকিস্তান সফরে গিয়েও সিরিজ খেলেনি নিউজিল্যান্ড। নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে প্রথম ওয়ানডের কয়েক ঘণ্টা আগে দেশে ফির যায় কিউইরা। এর দুদিন পর ছেলে ও মেয়েদের পাকিস্তান সফর বাতিল করে ইংল্যান্ড। এই ঘটনায় তখন পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা চরম সমালোচনা করেছিলেন। দল দুটি সফর বাতিলের ঘটনায় হতাশা প্রকাশ করেছেন ইমরান খান। এ সময় ভারতের ক্রিকেট বিশ্ব শাসনের বিষয় নিয়ে কথা বলেন পাকিস্তানের সাবেক এই অধিনায়ক।
পাকিস্তানের ৯২'র বিশ্বকাপজয়ী অধিনায়ক মনে করেন, ক্রিকেট দুনিয়ায় টাকা অনেক বড় বিষয় হয়ে উঠেছে। যা সবচেয়ে বড় 'খেলোয়াড়'- এর ভূমিকা পালন করছে। আর বিসিসিআই যেহেতু বিশ্বের শীর্ষ ধনী বোর্ড, তারাই ক্রিকেট দুনিয়াকে নিয়ন্ত্রণ করছে। ভারতের সঙ্গে ইংল্যান্ড একই কাজ করার সাহস পাবে না বলে মন্তব্য করেন তিনি।
মিডল ইস্ট আইকে দেওয়া এক সাক্ষাৎকারে ইমরান খান বলেন, 'অর্থ এখন অনেক বড় একটা বিষয়। টাকাই এখন সবচেয়ে বড় 'খেলোয়াড়'। এটা খেলোয়াড়দের জন্যও যেমন সত্যি, ক্রিকেট বোর্ডগুলোর জন্যও সত্যি। আর সবাই জানে, টাকা এখন ভারতেই আছে। তাই বলাই যায়, ভারতই বিশ্ব ক্রিকেটকে নিয়ন্ত্রণ করছে।'
ইংল্যান্ডের সফর বাতিলের বিষয়টি চরম হতাশার বলে জানান ইমরান খান। নিজেদেরকে পাকিস্তানের অবস্থানে দাঁড়িয়ে ভাবার পরামর্শ দিয়েছেন দেশটির তারকা এই অলরাউন্ডার। তিনি বলেন, 'ইংল্যান্ডের উচিত নিজেদেরই প্রশ্ন করা যে, এই একই কাজই যদি তাদের সঙ্গে অন্য কোনো দেশ করতো; তাহলে তারা কী ভাবতো।'
নিউজিল্যান্ডের সফর বাতিলের বিষয়টি নিয়েও সমালোচনা করেন ইমরান খান। নিরাপত্তা শঙ্কার খবরটিকে 'ভুয়া' জানিয়ে পাকিস্তান প্রধানমন্ত্রী বলেন, 'বিদেশি দলের সুরক্ষার ব্যাপারটি আমরা সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে দেখি। ভাবুন পাকিস্তানে যদি কিছু হয়, সেটার জন্য আমরা দায়ী এবং আমাদের বিশ্বের অন্যতম সেরা গোয়েন্দা সংস্থা আছে।'