ওয়ানডে ফরম্যাট বাদ দেওয়ার পরামর্শ ওয়াসিম আকরামের
৫১ বছরের ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে মাত্র দুজন বোলার ৫০০'র বেশি উইকেট নিয়েছেন। এর মধ্যে একজন ওয়াসিম আকরাম। পাকিস্তানের কিংবদন্তি এই পেসারের ঝুলিতে আছে ৫০২ উইকেট (মুত্তিয়া মুরালিধরন ৫৩৪ উইকেট)। পাকিস্তানের ৯৬ বিশ্বকাপ জয়ের মিশনে গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি, এই ফরম্যাটে কুড়িয়েছেন দু হাত ভরে সাফল্য। সেই ওয়াসিম আকরামই ওয়ানডে ফরম্যাট বাদ দেওয়ার পরামর্শ দিলেন।
ওয়ানডে ক্রিকেটে আর প্রাণ নেই বলে মনে করেন পাকিস্তানের সাবেক এই বাঁহাতি পেসার। ওয়াসিমের মতে, সামর্থ্যের পুরোটা দিয়ে ওয়ানডে ক্রিকেট খেলেন না ক্রিকেটাররা। খেলতে হবে, শুধু এমন মানসিকতা নিয়ে মাঠে নামেন ক্রিকেটাররা। ৫০ ওভারের এই ফরম্যাটটা এখন ওয়াসিমের কাছে একঘেয়ে ও ক্লান্তিকর। এ কারণে আন্তর্জাতিক ক্যালেন্ডার থেকে ওয়ানডে ফরম্যাট বাদ দেওয়ার পক্ষে তিনি।
ওয়ানডে নিয়ে দর্শকদের আগ্রহ কমে গেছে বলে মনে করেন ওয়াসিম। পাশাপাশি এই ফরম্যাটের প্রতি ক্রিকেটারদের নিবেদনেরও ঘাটতি দেখছেন তিনি। বুধবার ভনি অ্যান্ড টাফার্স ক্রিকেট ক্লাব পডকাস্টে ওয়ানডে নিয়ে এমন ভাবনার কথা জানান সাবেক এই পেসার।
ওয়ানডে ফরম্যাট নিয়ে এক প্রশ্নের জবাবে ওয়াসিম বলেন, 'আমার মনে হয় (ওয়ানডে ক্রিকেট বাদ দেওয়া উচিত)। ইংল্যান্ডে (ওয়ানডে ম্যাচের সময়) স্টেডিয়াম দর্শকে পূর্ণ থাকে। ভারত, পাকিস্তান, বিশেষ করে শ্রীলঙ্কা, বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে ম্যাচে স্টেডিয়াম দর্শকে ঠাসা দেখা যায় না।'
ক্রিকেটারদের নিবেদনের ঘাটতির কথা উল্লেখ করে তিনি আরও বলেন, 'খেলতে হবে, শুধু এ কারণেই খেলছে ক্রিকেটাররা। প্রথম ১০ ওভার পর অবস্থা হয়, 'ঠিক আছে, এখন কেবল বল প্রতি রান করি, একটি বাউন্ডারি মারি, চারজন ফিল্ডার ৩০ গজ বৃত্তের মধ্যে আছে, ৪০ ওভারে ২০০-২২০ রানের সংগ্রহ গড়ি।' শেষ ১০ ওভারে চড়াও হয়ে আরও ১০০ রান করে দলগুলো। গড়পড়তা মানের হয়ে দাঁড়িয়েছে ওয়ানডে ক্রিকেট।'
আচমকা আন্তর্জাতিক ওয়ানডে থেকে অবসর নিয়েছেন ইংল্যান্ডের অলরাউন্ডার বেন স্টোকস। হতাশ হলেও বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডারের সিদ্ধান্তের পক্ষে ওয়াসিম। তিনি বলেন, 'তার (বেন স্টোকস) ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্তটি হতাশার, তবে আমি তার পক্ষে। এমনকি ধারাভাষ্যকার হিসেবে ওয়ানডে ক্রিকেট এখন আমার কাছে বিরক্তিকর, বিশেষ করে টি-টোয়েন্টি আসার পর। আমি ক্রিকেটার হিসেবেও এটা উপলব্ধি করতে পারছি।'