ওয়ানডে থেকেও অবসরের ঘোষণা ওয়ার্নারের
পাকিস্তানের বিপক্ষে সিডনি টেস্ট শেষে লাল বলের ক্রিকেট থেকে অবসরে যাওয়ার কথা আগেই জানিয়ে রেখেছিলেন ডেভিড ওয়ার্নার। এবার অজি ওপেনার জানিয়ে দিলেন, ওয়ানডে ক্রিকেট থেকেও অবসরে যাচ্ছেন তিনি।
আন্তর্জাতিক ক্রিকেটে শুধুমাত্র টি-টোয়েন্টি সংস্করণটাই খেলবেন ওয়ার্নার। টেস্ট ও ওয়ানডে ছাড়ার কারণ হিসেবে জানিয়েছেন ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে আরও বেশি সময় দেওয়ার কথা।
তবে ওয়ানডে থেকে অবসরে যাওয়ার ঘোষণা দিলেও ওয়ার্নার জানিয়েছেন, ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে যদি অস্ট্রেলিয়ার নির্বাচকরা তাকে নিতে চান, তাতে সায় আছে তার, ''আমি জানি সামনে চ্যাম্পিয়নস ট্রফি আছে। যদি দুই বছর ভালো ক্রিকেট খেলি ও তাদের যদি কাউকে দরকার হয়, তাহলে আমি আছি।'
ওয়ার্নারের ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা কিছুটা অবাক করার মতো হলেও মাথা উঁচু করেই বিদায় নিচ্ছেন অজি এই ওপেনার। ২০২৩ বিশ্বকাপ জেতার পাশাপাশি অস্ট্রেলিয়ার হয়ে এই টুর্নামেন্টে সর্বোচ্চ রানও করেছেন তিনি।