বেটউইনারের সঙ্গে চুক্তি বাতিল, বিসিবিতে সাকিবের চিঠি
বেটউইনারের সঙ্গে চুক্তি অথবা বাংলাদেশের ক্রিকেট; যেকোনো একটা বেছে নিতে হবে। সাকিব আল হাসানকে এই 'অপশন' দিয়েছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। বিসিবি সভাপতির এমন ঘোষণার কিছুক্ষণ পরই অনলাইন বেটিং সাইট বেটউইনারের অঙ্গ প্রতিষ্ঠান বেটউইনার নিউজের সঙ্গে চুক্তি বাতিল করেছেন সাকিব।
বিষয়টি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে নিশ্চিত করেছেন বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী। চুক্তি বাতিল করার কথা জানিয়ে সাকিবের পাঠানো চিঠির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, 'সাকিবের সঙ্গে যোগাযোগ আছে, এটা ইতিবাচক পর্যায়ে এসেছে। লিখিত চিঠি দিয়ে তিনি চুক্তি বাতিলের বিষয়ে জানিয়েছেন আমাদের। বেটউইনারের সঙ্গে তার আর কোনো চুক্তি নেই।'
নিয়ম বহির্ভূত চুক্তি করায় সাকিবকে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছিল বিসিবি। একদিনের মধ্যে লিখিত জবাব চাওয়া হয়েছিল তার কাছে। চুক্তি করার কারণ, পরে তা বাতিল করাসহ এ সংশ্লিষ্ট সবকিছু লিখিত চিঠিতে জানিয়েছেন অভিজ্ঞ এই অলরাউন্ডার। চুক্তি বাতিল হওয়ায় ফেসবুক থেকে এ সংক্রান্ত পোস্টটিও মুছে দেওয়ার কথা চিঠিতে জানিয়েছেন সাকিব।
এ বিষয়ে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস বলেছেন, 'ঘণ্টাখানেক আগে চুক্তি বাতিলের ব্যাপারটি আমাদেরকে জানিয়েছে সে। বোর্ড সভাপতি লিখিত জবাব চেয়েছিলেন তার কাছে, সাকিব লিখিতই দিয়েছে। চুক্তি বাতিল করেছে সে। পাশাপাশি এটাও বলেছে যে ফেসবুক থেকে পোস্ট সরিয়ে নেবে, তাদের সঙ্গে আর কোনো ধরনের সংযোগ থাকবে না।'
সাকিব চুক্তি বাতিল করলেও একটি আলোচনা রয়ে গেছে। সাধারণত যেকোনো ধরনের চুক্তির ক্ষেত্রে বিসিবির কাছ থেকে অনুমোদন নিতে হয় ক্রিকেটারদের। কেবল অনুমোদনই নয়, চুক্তিপত্র জমা দিতে হয় বিসিবিতে। সাকিব এর কোনোটাই করেননি। এতে বিসিবির চুক্তির শর্ত ভঙ্গ করেছেন তিনি।
এ ব্যাপারে সাকিবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কিনা জানতে চাইলে জালাল ইউনুস বলেন, 'আজকের সভায় এই বিষয়টিও উঠে এসেছে। সে তো বোর্ডের চুক্তির শর্ত ভঙ্গ করেছে। স্পন্সরশিপ চুক্তির কথা আমাদের জানায়নি। তবে আপাতত চুক্তি বাতিল করা নিয়েই আমাদের ভাবনা ছিল। নিয়ম ভঙ্গের জন্য ব্যবস্থা নেওয়া হবে কিনা, সেটা নিয়ে আমরা পরবর্তীতে আবার কথা বলব।'
কদিন আগে বেটউইনার নিউজের সঙ্গে চুক্তি হয় সাকিবের। ব্যাপারটি নজরে আসতেই বিসিবি জানিয়ে দেয়, এমন চুক্তির অনুমোদন কখনওই দেওয়া হবে না। সাকিবের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, চুক্তিটি বাতিল করবেন না। কিন্তু এ ব্যাপারে 'জিরো টলারেন্স' নীতিতে এগিয়েছে বিসিবি। বৃহস্পতিবার বিসিবি সভাপতি কড়া ভাষায় জানিয়ে দেন, চুক্তি বাতিল না করলে তার সঙ্গে বিসিবির সব সম্পর্ক ছিন্ন করা হবে। এমন কড়া বার্তার পরপরই সিদ্ধান্ত পাল্টে চুক্তি থেকে সরে এলেন সাকিব।