বাঁচা-মরার লড়াইয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে ৩ পরিবর্তন
এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে হারের পর চাপের পাহাড় বাংলাদেশ ও শ্রীলঙ্কার কাঁধে। রাজ্যের চাপ নিয়েই আজ সুপার ফোরে ওঠার লড়াইয়ে মুখোমুখি হচ্ছে দুই দল। এই ম্যাচে জিতলে সুপার ফোর, হারলেই টুর্নামেন্ট থেকে বিদায়।
নিজেদের জন্য অলিখিত ফাইনালে রূপ নেওয়া এই ম্যাচে টস ভাগ্য বিপক্ষে গেছে বাংলাদেশের। টস হেরে ব্যাটিংয়ে নামছে বাংলাদেশ। ম্যাচটি দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে।
এই ম্যাচের একাদশে ৩টি পরিবর্তন এনেছে বাংলাদেশ। বাদ পড়েছেন দুই ওপেনার এনামুল হক বিজয় ও নাঈম শেখ। তার জায়গায় দলে নেওয়া হয়েছে সাব্বির রহমান ও মেহেদী হাসান মিরাজকে। তিন বছর পর জাতীয় দলের হয়ে ম্যাচ খেলছেন সাব্বির।
মিরাজেরও দীর্ঘ অপেক্ষা ফুরালো। টেস্ট এবং ওয়ানডেতে নিয়মিত খেলা এই অলরাউন্ডার চার বছর টি-টোয়েন্টি খেলছেন। এই ম্যাচ দিয়ে বাংলাদেশের ৭৭তম টি-টোয়েন্টি খেলোয়াড় অভিষেক হচ্ছে ডানহাতি পেসার এবাদত হোসেনের। বাদ পড়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন।
শ্রীলঙ্কা তাদের একাদশে একটি পরিবর্তন এনেছে। বাদ পড়েছেন মাথিশা পাথিরানা। তার জায়গায় একাদশে সুযোগ দেওয়া হয়েছে আসিথা ফার্নোন্দোকে।
বাংলাদেশ একাদশ: সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, সাকিব আল হাসান (অধিনায়ক), আফিফ হোসেন ধ্রুব, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, শেখ মেহেদি হাসান, এবাদত হোসেন, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।
শ্রীলঙ্কা একাদশ: পাথুম নিসাঙ্কা, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), চারিথ আসালাঙ্কা, দানুশকা গুনাথিলাকা, ভানুকা রাজাপাকশে, ভানিন্দু হাসারাঙ্গা, দাসুন শানাকা, চামিকা করুনারত্নে, মাহেশ থিকসানা, আসিথা ফার্নান্দো ও দিলশান মাধুশঙ্কা।