প্রথম ওয়ানডেতে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, ফিরলেন লিটন
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে বাজেভাবে হারের পর দ্বিতীয় টেস্টেও ব্যাটিং ব্যর্থতার চোরাবালিতে আটকে যায় বাংলাদেশ। তবে বল হাতে দারুণ করা দলটি দ্বিতীয় ইনিংসে দারুণ এক ঘুরে দাঁড়ানোর গল্প লেখে। অসাধারণ এক জয়ে সিরিজ ভাগাভাগি করে সফরকারীরা। ওই জয়ে আত্মবিশ্বাস ফিরে পাওয়া বাংলাদেশ আজ ওয়ানডে মিশন শুরু করছে।
সিরিজের প্রথম ওয়ানডেতে আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। ম্যাচে টস ভাগ্য পক্ষে এসেছে তাদের। টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন মেহেদী হাসান মিরাজ। উইকেট বিবেচনায় আগে ব্যাটিং করাই যথার্থ মনে হয়েছে তার কাছে, ২৮০ রান তোলার আশার কথা জানিয়েছেন মিরাজ। ম্যাচটি সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে।
আফগানিস্তানের বিপক্ষে খেলা সর্বশেষ ওয়ানডের একাদশ থেকে ৫টি পরিবর্তন এসেছে দলে। জ্বরের কারণে আগের সিরিজটি মিস করা লিটন কুমার দাস ফিরেছেন। প্রায় এক বছর পর ওয়ানডের একাদশে জায়গা হয়েছে আফিফ হোসেন ধ্রুবর। গত বছরের ১৭ ডিসেম্বর নিউজিল্যান্ড সফরে সর্বশেষ ওয়ানডে খেলেন তিনি।
এ ছাড়াও ফিরেছেন তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব ও রিশাদ হোসেন। একাদশ থেকে বাদ পড়েছেন জাকির হাসান, নাসুম আহমেদ ও শরিফুল। চোটের কারণে সিরিজেই নেই তাওহিদ হৃদয়। পারিবারিক কারণে ছুটি নিয়েছেন মুস্তাফিজর রহমান।
বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, লিটন কুমার দাস, আফিফ হোসেন ধ্রুব, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), জাকের আলী অনিক (উইকেটরক্ষক), রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ ও নাহিদ রানা।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ: ব্রেন্ডন কিং, এভিন লুইস, কেসি কার্টি, শেই হোপ (অধিনায়ক), শারফেইন রাদারফোর্ড, জাস্টিন গ্রিভস, রস্টন চেইস, রোমারিও শেফার্ড, গুডাকেশ মোটি, আলজারি জোসেফ ও জেডেন সিলস।