কম্বোডিয়াকে হারিয়ে খরা কাটালো বাংলাদেশ
মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঘরে ফিরেছে বাংলাদেশ। মেয়েদের সাফল্যে পুরো দেশজুড়ে চলছে উৎসব। এর মাঝে সুসংবাদ দিলো জাতীয় পুরুষ দলও। কোনো টুর্নামেন্ট না হলেও শক্তিতে এগিয়ে থাকা কম্বোডিয়ার বিপক্ষে জয় ছিনিয়ে নিয়ে নিজেদের অবস্থান জানান দিলো জামাল ভূঁইয়ার দল।
বৃহস্পতিবার কম্বোডিয়ার জাতীয় স্টেডিয়ামে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ১-০ গোলের জয় পেয়েছে বাংলাদেশ। এই জয়ে দীর্ঘ অপেক্ষা ফুরালো তাদের। সব প্রতিযোগিতা মিলিয়ে ১০ মাস ও ৭ ম্যাচ পর জয়ের স্বাদ পেল বাংলাদেশ।
বাংলাদেশের সর্বশেষ জয় গত বছরের নভেম্বরে। শ্রীলঙ্কার প্রাইম মিনিস্টার মাহিন্দা রাজাপাকসে ট্রফিতে মালদ্বীপকে ২-১ গোলে হারিয়েছিল বাংলাদেশ। এরপর দুঃসময় গেছে তাদের। সাত ম্যাচের মধ্যে পাঁচটিতেই হার মানে জামালরা, বাকি দুই ম্যাচ ড্র হয়।
ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে ১৮ ধাপ এগিয়ে কম্বোডিয়া। কম্বোয়াডিয়া আছে ১৭৪ নম্বরে, বাংলাদেশ ১৯২ নম্বরে। তবে এই দলটির বিপক্ষে বাংলাদেশের রেকর্ড খুব ভালো। তাদের বিপক্ষে খেলা পাঁচ ম্যাচের মধ্যে বাংলাদেশের জয় চারটিতে, একটি ম্যাচ ড্র হয়।
কম্বোডিয়ার বিপক্ষে বাংলাদেশের সর্বশেষ সাক্ষাত প্রীতি ম্যাচেই। ২০১৯ সালের মার্চে অনুষ্ঠিত সেই ম্যাচে ১-০ ব্যবধানে জেতে বাংলাদেশ। এর আগে দলটির বিপক্ষে ২০০৯ সালে মুখোমুখি হয় বাংলাদেশ। সেই ম্যাচে বাংলাদেশ জেতে ১-০ গোলে।
এবারের প্রীতি ম্যাচ জিতে জয়ের খরা কাটানোর পাশাপাশি কম্বোডিয়ার সঙ্গে ব্যবধান আরও বাড়িয়ে নিলো বাংলাদেশ। এই ম্যাচে শুরুতেই দলকে এগিয়ে নিতে পারতেন অধিনাযক জামাল। কিন্তু সুযোগ হাতছাড়া করেন তিনি। দলকে গোল উৎসবে মাতান রাকিব হোসেন। তার করা গোলটি শেষ পর্যন্ত ব্যবধান গড়ে দিলো।