মুস্তাফিজ, তাসকিন, সোহানসহ টি-টেনের দলে বাংলাদেশি পাঁচ ক্রিকেটার
সবার আগে টি-টেন লিগে দল পান সাকিব আল হাসান। আইকন ক্রিকেটার হিসেবে বাংলা টাইগার্সে নাম লেখান অভিজ্ঞ এই অলরাউন্ডার। পরে তাকে অধিনায়কত্বও দেয় বাংলাদেশি মালিকানাধীন দলটি। সাকিবের পর ড্রাফট থেকে টি-টেন লিগে দল পেলেন বাংলাদেশের আরও চার ক্রিকেটার।
সাকিবের বাংলা টাইগার্সই দলে ভিড়িয়েছে নুরুল হাসান সোহানকে। তরুণ অলরাউন্ডার মৃত্যুঞ্জয় চৌধুরীর ঠিকানাও হয়েছে এই দলে। বাঁহাতি পেসার মুস্তাফিজ রহমানকে দলে নিয়েছে টিম আবু ধাবি। আরেক পেসার তাসকিন আহমেদ খেলবেন ডেকান গ্ল্যাডিয়েটর্সে।
বাংলা টাইগার্স 'সি' ক্যাটাগরি থেকে সোহানকে দলে নেয়। ইমার্জিং ক্যাটাগরি থেকে দল পান মৃত্যুঞ্জয়। টি-টেনের ড্রাফটে আরো কজন বাংলাদেশি ক্রিকেটার নাম দিলেও দল পাননি। অবিক্রিত থেকে যান সাবেক টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ, তামিম ইকবাল ও আফিফ হোসেন ধ্রুব। ড্রাফটের পর দল পান মুস্তাফিজ ও তাসকিন।
৬০ বলের এই ঘরোয়া লিগটি আগামী ২৩ নভেম্বর আবু ধাবিতে শুরু হবে, এটা টি-টেনের ৬ষ্ঠ আসর। ১১ দিনের আসরটির ফাইনাল ৪ ডিসম্বের অনুষ্ঠিত হবে। আগের কয়েক আসরে ৬টি দল অংশ নিলেও এবার দুটি দল বাড়ানো হয়েছে।
লিগটি এবার ৮ দলের। চার-ছক্কার এই লিগে আগে অংশ নিয়েছে বাংলা টাইগার্স, চেন্নাই ব্রেভস, ডেকান গ্লাডিয়েটর্স, দিল্লি বুলস, নর্দান ওয়ারিয়র্স এবং টিম আবু ধাবি। নতুন দল দুটি হচ্ছে মরিসভিলে এসএএমপি এবং নিউ ইয়র্ক স্ট্রাইকার্স।
প্রতিটি দলে একজন করে আইকন ক্রিকেটার থাকবেন। বাংলা টাইগার্সের আইকন ও অধিনায়ক সাকিব। এ ছাড়া চেন্নাই ব্রেভসের দাসুন শানাকা, ডেকান গ্লাডিয়েটর্সের নিকোলাস পুরান, দিল্লি বুলসের ডোয়াইন ব্রাভো, নিউ ইয়র্ক স্ট্রাইকার্সেন কাইরন পোলার্ড, নর্দান ওয়ারিয়র্সের ওয়ানিন্দু হাসারাঙ্গা, টিম আবু ধাবির ক্রিস লিন এবং মরিসভিলেতের আইকন ক্রিকেটার ডেভিড মিলার।