প্রথম দিন সমানে সমান লড়াই
চতুর্থ উইকেটে জুটি গড়ে ম্যাচের কর্তৃত্ব নিয়ে নিয়েছিলেন মিকাইল লুই ও আলিক আথানেজ। ওয়েস্ট ইন্ডিজের এই দুই ব্যাটসম্যান ১৪০ রান যোগ করেন। লুইকে আউট করে এই জুটি ভাঙা মেহেদী হাসান মিরাজ দলে স্বস্তি ফেরান। কিছুক্ষণ পরই আথানেজকে ফিরিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন তাইজুল ইসলাম। ক্যারিবিয়ানদের এই দুই ব্যাটসম্যানসই ৯০-এর ঘরে আউট হন।
অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে চলমান সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনে লড়াইটা হয়েছে সমানে সমান। ৮৪ ওভারে ৫ উইকেটে ২৫০ রান তুলে দিনের খেলা শেষ করে ওয়েস্ট ইন্ডিজ। জাস্টিন গ্রিভস ১১ ও জশুয়া ডা সিলভা ১৪ রানে অপরাজিত আছেন। বাংলাদেশের তাসকিন আহমেদ ২টি এবং অধিনায়ক মিরাজ ও তাইজুল একটি উইকেট পান।
এক উইকেটের সেশনে আরও উইকেট না পাওয়ার আক্ষেপ
দুই সেশনে ৫৪ ওভারে ৩ উইকেটে ১১৬ রান তুলেছে ওয়েস্ট ইন্ডিজ। খুবই ধীর গতিতে রান তুলেছে স্বাগতিকরা, বাংলাদেশের বোলারদের তৈরি করা চাপই এর মূল কারণ। ভালো বোলিংয়ে প্রতিপক্ষ বেশি রান তুলতে না দেওয়ার তৃপ্তি কাজ করতে পারে বাংলাদেশের বোলারদের মধ্যে, তবে সঙ্গে আছে আক্ষেপও।
দ্বিতীয় সেশন শেষে বাংলাদেশের ঝুলিতে থাকতো পারতো ৪ বা এর চেয়েও বেশি উইকেট। কিন্তু তৈরি হওয়া সুযোগ কাজে লাগাতে না পারায় সেটা হয়নি। অধিনায়ক মেহেদী হাসান মিরাজের বলে ৫ রানে ব্যাটিং করতে থাকা আলিক আথানেজ ক্যাচ তুললেও নিতে পারেননি তাসকিন আহমেদ। দৌড়ে ক্যাচ নেওয়ার মতো জায়গায় গেলেও বলের ফ্লাইট মিস করেন তিনি।
এই সেশনে বাংলাদেশের শিকার একটি উইকেট, সেটা এসেছে রান আউট থেকে। দুই রান নিতে গিয়ে থামতে হয় হয় উইকেটে থিতু হয়ে যাওয়া কাভেম হজকে। ফেরার আগে ৬৩ বলে ২টি চারে ২৫ রান করেন তিনি। এক পাশ আগলে খেলে যাওয়া মিকাইল লুই ৭১ রানে অপরাজিত আছেন। ১৩ রানে অপরাজিত আথানেজ। ওয়েস্ট ইন্ডিজের যাওয়া তিন উইকেটের দুটি নিয়েছেন তাসকিন।
দুই উইকেটে তাসকিনের চল্লিশ
বোলিংয়ে সুবিধা নিতে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন মেহেদী হাসান মিরাজ। তবে মুভমেন্ট, সুইং মিললেও উইকেটের দেখা মিলছিলো না। অতি সাবধানী ব্যাটিং করে যাচ্ছিলেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক ক্রেইগ ব্রাথওয়েট ও মিকাইল লুই। এই জুটি ভেঙে ক্যারিবীয়দের ইনিংসে প্রথম আঘাত হানেন তাসকিন আহমেদ, পরে ফিরিয়ে দেন কেসি কার্টিকেও।
অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে আজ শুরু হওয়া সিরিজের প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজের যাওয়া দুই উইকেটই নিয়েছেন তাসকিন। ১৪তম ওভারে ব্রাথওয়েটকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে ফেরান তিনি। এক ওভার পরই তার শিকার কার্টি।
রানের খাতাই খুলতে পারেননি কার্টি, ব্রাথওয়েট ৩৮ বলে ৪ রান করেন। মধ্যাহ্ন বিরতিতে যাওয়ার আগে ২৩ ওভার শেষে ২ উইকেটে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৫০ রান। মিকাইল ৩৬ ও কাভেম হজ ১০ রানে অপরাজিত আছেন। ১৬ টেস্টের ২৯ ইনিংসে তাসকিনের উইকেট হলো ৪০টি, যা বাংলাদেশি পেসারদের মধ্যে চতুর্থ সর্বোচ্চ।