বিশ্বকাপ শেষ হয়ে গেল বুমরাহর
দলের সেরা পেস অস্ত্রকে নিয়ে আশা-নিরাশার দোলাচলে দুলছিল ভারত। কিন্তু শেষ পর্যন্ত শঙ্কাই সত্যি হলো। অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন জাসপ্রিত বুমরাহ। পিঠের চোটই শেষ পর্যন্ত কাল হলো ডানহাতি এই পেসারের।
সোমবার এক বিবৃতি দিয়ে খবরটি নিশ্চিত করেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। তারকা এই পেসারের বদলি হিসেবে এখনও কাউকে চূড়ান্ত করেনি ভারত। দ্রুতই বদলি ক্রিকেটারের নাম ঘোষণা করা হবে বলে জানিয়েছে বিসিসিআই।
বিসিসিআইয়ের বিবৃতিতে বলা হয়েছে, চোট গভীরভাবে মূল্যায়ন এবং বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনার পর বুমরাহকে বিশ্বকাপে না খেলানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চোট কাটিয়ে উঠতে কতদিন লাগবে বা কতদিন মাঠের বাইরে থাকতে হবে বুমরাহকে, এ বিষয়ে এখনও কিছু জানায়নি বিসিসিআই।
চোটের সঙ্গে দীর্ঘদিন ধরে লড়াই করতে হচ্ছে বুমরাহকে। এই চোটের কারণেই সর্বশেষ এশিয়া কাপে খেলা হয়নি ভারতের হয়ে ৩০ টেস্ট, ৭২ ওয়ানডে ও ৬০টি টি-টোয়েন্টি খেলা বুমরাহর। চোট অনেকটা কাটিয়ে ওঠায় অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে তাকে দল রাখা হয়। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের শেষ দুই ম্যাচে খেলা বুমরাহ পুরো ওভার বোলিংও করেন।
এই দুই ম্যাচ খেলাই তার জন্য বিপদ ডেকে এনেছে, পুরনো পিঠের ব্যথা মাথাচাড়া দিয়ে ওঠে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের আগে অনুশীলনে ব্যথা অনুভব করায় স্ক্যানের জন্য বুমরাহকে নিয়ে যাওয়া হয় বেঙ্গালুরুতে ভারতের জাতীয় ক্রিকেট একাডেমিতে।
বিসিসিআইয়ের পক্ষ থেকে তখন বলা হয়, কেবল প্রথম ম্যাচ খেলা হবে না তার। কিন্তু পুরো সিরিজ থেকেই ছিটকে যান বুমরাহ। তখনই তার বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়। শেষ পর্যন্ত সেটাই সত্যি হলো।
বিশ্বকাপের আগে বড় দুটি হোঁচট খেতে হলো ভারতকে। এ নিয়ে দলের গুরুত্বপূর্ণ দুজন ক্রিকেটারকে হারালো তারা। এর আগে হাঁটুর চোটের কারণে ছিটকে যান বাঁহাতি অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। এবার বুমরাহকেও হারালো তারা। ভারতের বিশ্বকাপ দলে রিজার্ভ তালিকায় আছেন দুই পেসার মোহাম্মদ শামি ও দিপক চাহার। আগামী ১৫ অক্টোবর পর্যন্ত দলে পরিবর্তন আনতে পারবে তারা।