হানস নিমানের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ, নিজেকে নির্দোষ দাবিতে অনড় মার্কিন দাবাড়ু
মার্কিন দাবাড়ু হানস নিমানের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ আনার প্রায় এক মাস পর তিনি জানিয়েছেন, তিনি নিজেকে নির্দোষ মনে করেন এবং এ বক্তব্য থেকে সরে দাঁড়াবেন না।
যুক্তরাষ্ট্রে গত ৪ সেপ্টেম্বর সিংকফিল্ড কাপের এক ম্যাচে নিমানের কাছে হেরে যান দাবায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন, নরওয়ের ম্যাগনাস কার্লসেন। এরপরেই তিনি নিমানের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ আনেন।
মঙ্গলবার চেস ডটকমের তদন্তে দাবি করা হয়, অনলাইনে প্রায় একশোরও বেশি খেলায় প্রতারণার আশ্রয় নিয়েছেন ১৯ বছর বয়সী নিমান। কিন্তু শুরু থেকেই এসব অভিযোগ অস্বীকার করে এসেছেন উদীয়মান এই তারকা দাবাড়ু।
১৫ বছর বয়সী গ্র্যান্ডমাস্টার ক্রিস্টোফার ইয়ুর বিরুদ্ধে জয়ের পর বুধবার এক সংবাদ সম্মেলনে নিমানকে 'এলিফ্যান্ট ইন দ্য রুম' ঘটনা, অর্থাৎ প্রতারণা কেলেঙ্কারির ব্যাপারে প্রশ্ন করা হয়। কিন্তু নিমান সরাসরি সেই অভিযোগের দিকে ইঙ্গিত না করে বলেন, "এই খেলার মাধ্যমে সবাইকে একটা বার্তা দেওয়া হয়েছে। আমার কাছে পুরো ব্যাপারটা এমন যেন 'দাবা নিজেই নিজের হয়ে কথা বলছে'। আর আমি মনে করি, আমার খেলাই যা বলার বলে দিয়েছে এবং দেখিয়ে দিয়েছে আমি কেমন দাবাড়ু।"
নিমান আরও বলেন, "আমার খেলার মাধ্যমে এও প্রকাশ পেয়েছে যে আমি হার মানার পাত্র নই এবং যত চাপই আসুক না কেন, আমি আমার সেরা দাবা খেলাটাই খেলবো। আপনার যেভাবে ইচ্ছা সেভাবেই বিষয়টিকে ব্যাখ্যা করতে পারেন, ধন্যবাদ, আমার কথা এখানেই শেষ। আমি শুধু এটুকু বলতে চাই, এই খেলাটা এত সুন্দর যে আমার আর আলাদা করে কিছু বর্ণনা করার প্রয়োজনই নেই।"
মাত্র ৬০ সেকেন্ডেরও কম সময়ে সাক্ষাৎকার শেষ করে হাঁটা ধরেন নিমান। এ ঘটনায় যারপরনাই অবাক হয়ে ধারাভাষ্যকার ইয়াসির সিরাওয়ান হেসে উঠে বলেন- "কি? এটুকুই? ঠিক আছে।"
বলে রাখা ভালো যে, প্রতারণা কেলেঙ্কারির পর থেকে বুধবারের সাক্ষাৎকারের আগপর্যন্ত আলোচিত বিষয়টি নিয়ে টুঁ শব্দটি করেননি নিমান। তবে অভিযোগ ওঠার পর তিনি জানিয়েছিলেন, ছোটবেলায় অনানুষ্ঠানিক ম্যাচগুলোতে তিনি প্রতারণার আশ্রয় নিতেন, কিন্তু প্রতিযোগিতামূলক খেলায় কখনো তা করেননি।
এমনকি নিজেকে নির্দোষ প্রমাণের জন্য নগ্ন হয়ে দাবা খেলতেও রাজি ছিলেন নিমান। তার দাবি, কার্লসেন এবং চেস ডটকম তার ক্যারিয়ার ধ্বংস করার চেষ্টা করছে।
গত মাসে ৩১ বছর বয়সী ম্যাগনাস কার্লসেনের নিমানের কাছে হেরে যাওয়াকে অনেকেই অঘটন হিসেবে দেখছেন। গত সপ্তাহে কার্লসেন প্রকাশ্যে নিমানের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ আনেন।
মঙ্গলবার চেস ডটকমের এক তদন্তে দাবি করা হয়, নিমান যতটা স্বীকার করেছেন, তার চেয়ে অনেক বেশিবার তিনি প্রতারণার আশ্রয় নিয়েছেন। প্রাইজমানি ইভেন্টে এবং বিশ্বের একাধিক 'খ্যাতনামা দাবাড়ু'র বিরুদ্ধে খেলার সময়ও তিনি একই কাজ করেছেন।
এছাড়া দাবায় নিমানের উন্নতির ক্ষেত্রেও 'অসঙ্গতি' লক্ষ্য করেছে চেস ডটকম। দুই বছরেরও কম সময়ে ক্লাসিকাল দাবায় র্যাংকিংয়ে ৮০০ থেকে শীর্ষ ৫০-এ উঠে এসেছেন নিমান, যা আধুনিক দাবার ইতিহাসে একটি রেকর্ড। তার সমসাময়িক অন্য দাবাড়ুদের কেউই এত দ্রুত উপরে উঠে আসতে পারেননি।
তবে কার্লসেনের বিরুদ্ধে কিংবা অন্য কোনো বোর্ড গেমে নিমান সত্যিই প্রতারণার করেছেন কিনা তা প্রমাণ করতে পারেনি চেস ডটকম। দাবা খেলায় প্রতারণা বিষয়ক বিশেষজ্ঞ, অধ্যাপক কেনেথ রিগ্যানও নিমানের বিরুদ্ধে কোনো প্রমাণ খুঁজে পাননি।
সূত্র: বিবিসি