আমিরের রেকর্ড এখন আয়ানের
বয়স চলে সবে ১৬ বছর। এই বয়সেই সংযুক্ত আরব আমিরাতের বিশ্বকাপ মিশনের অন্যতম সমস্য আয়ান আফজাল খান। অস্ট্রেলিয়ায় রোববার শুরু হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে অভিষেকও হয়ে গেছে বাঁহাতি তরুণ এই স্পিনিং অলরাউন্ডারের। আর নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ খেলতে নেমেই ইতিহাসে নিজের নামটি খোদাই করে নিয়েছেন আমিরাতের এই ক্রিকেটার।
সবচেয়ে কম বয়সী ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার রেকর্ড গড়েছেন আয়ান। এই রেকর্ড গড়ার পথে তিনি পেছনে ফেলেছেন পাকিস্তানের মোহাম্মদ আমিরকে। বিশ্বকাপের প্রথম পর্বে আজ ভিক্টোরিয়ার জিলংয়ে নেদারল্যান্ডসের মুখোমুখি হয় আয়ানের দল আরব আমিরাত। ১৬ বছর ৩৩৫ দিন বয়সে নিয়ে এই ম্যাচ খেলতে নামেন তিনি।
১৬ বছর বয়সে আর কোনো ক্রিকেটার টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেননি। সবচেয়ে কম বয়সী ক্রিকেটার হিসেবে আমির যে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার রেকর্ড গড়েন, সেটাও ছিল ১৭ বছর বয়সে। ইংল্যান্ডে অনুষ্ঠিত ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে ১৭ বছর ৫৫ দিন বয়সে খেলতে নেমে রেকর্ডটি গড়েন পাকিস্তানের বাঁহাতি এই পেসার।
গত মাসে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় আয়ানের। সিরিজে দুই ম্যাচে ৩ উইকেট নেন তিনি। ব্যাট হাতেও অবদান রাখার সামর্থ্য আছে তার। বাংলাদেশের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ১৭ বলে ৩টি চারে ২৫ রানের ইনিংস খেলেন তিনি। এ কারণেই ১৬ বছর বয়সেই বিশ্ব আসরের মতো কঠিন লড়াইয়ের মঞ্চে তার ওপর ভরসা রেখেছে আরব আমিরাত।
নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচের আগে আমিরাতের হয়ে দুটি টি-টোয়েন্টি খেলা আয়ানের জন্ম ভারতের গোয়ায়। কিন্তু ছোট বেলাতেই বাবার হাত ধরে আমিরাতে পাড়ি জমান তিনি। ছোট থেকেই ক্রিকেট নিয়ে পড়ে থাকা আয়ান দারুণ পারফরম্যান্সে জায়গা করে নেন আমিরাতের অনূর্ধ্ব-১৯ দলে। গত যুব বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৯৩ রানের ইনিংস খেলে নজর কাড়েন তিনি। এর কিছুদিন পরই জাতীয় দলে ডাক মেলে তার।