করোনা আক্রান্ত হয়েও খেললেন ডকরেল
টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভে শ্রীলঙ্কার বিপক্ষে আয়ারল্যান্ডের ম্যাচ। কিন্তু ম্যাচের আগে করোনা পজিটিভ আইরিশ অলরাউন্ডার জর্জ ডকরেল। এতে অবশ্য সমস্যা হয়নি। সুস্থ বোধ করায় করোনা আক্রান্ত হয়েও খেলেছেন তিনি। হোবার্টে শ্রীলঙ্কার বিপক্ষে ৯ উইকেটের বড় ব্যবধানে হেরে যাওয়া ম্যাচে ১৪ রান করেন ডকরেল।
করোনাভাইরাসের প্রকোপে থমকে যাওয়া সময়ে সবখানেই ছিল কড়াকড়ি। তবে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে তেমন নেই। আইসিসির নিয়মের কারণেই করোনা পজিটিভ হয়েও খেলতে পেরেছেন ডকরেল। বিশ্বকাপের আগে আইসিসি জানায়, কোনো ক্রিকেটার করোনা আক্রান্ত হয়েও সুস্থ বোধ করলে খেলতে পারবেন।
ডকরেলের করোনা আক্রান্তের খবরটি দেয় ক্রিকেট আয়ারল্যান্ড। ম্যাচ শুরুর আগে একটি টুইটে তারা লেখে, 'ক্রিকেট আয়ারল্যান্ড নিশ্চিত করছে যে জর্জ ডকরেল সম্ভাব্য কোভিড পজিটিভ হিসেবে চিহ্নিত হয়েছেন। কোভিড-১৯ ব্যবস্থাপনা বিষয়ক স্থানীয়, জাতীয় ও আইসিসির গাইডলাইন মেনে তাকে দেখভাল করা হচ্ছে।'
এরপর শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামতে দেখা যায় আইরিশ এই অলরাউন্ডারকে। করোনা আক্রান্ত ক্রিকেটারদের খেলার ব্যাপারে আইসিসির নির্দেশনা হচ্ছে, আক্রান্ত ক্রিকেটারের চিকিৎসা করবেন তার দলের চিকিৎসক। ক্রিকেটার খেলার মতো অবস্থায় আছেন কিনা, তা নিশ্চিত করবেন তিনিই। চিকিৎসক খেলার ছাড়পত্র দিলে খেলতে বাধা নেই। চিকিৎসকের পরামর্শ মেনেই খেলতে নেমেছিলেন ডকরেল।
করোনা পরবর্তী সময়ে এবারই প্রথম ক্রিকেটের কোনো বৈশ্বিক আসরে বিধিনিষেধ রাখেনি আইসিসি। বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার পক্ষ থেকে জানানো হয়, কোনো খেলোয়াড় কোভিড পজিটিভ হয়েও যদি খেলার মতো সুস্থ বোধ করেন, তাহলে খেলতে পারবেন। এর জন্য জৈব সুরক্ষা পরামর্শক দলের বিধি অনুসরণ করে মাস্ক পরতে হবে আর সতীর্থদের সঙ্গে দূরত্ব বজায় রাখলেই চলবে।
কিছুদিন আগেও কড়াকড়ি ছিল অস্ট্রেলিয়ায়। করোনা আক্রান্ত হলে বাধ্যতামূলক আইসোলেশনের নির্দেশনা জারি ছিল দেশটিতে। টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে তা তুলে দেওয়া হয়। তাই অস্ট্রেলিয়ায় পৌঁছে কোনো দলকে কোয়ারেন্টিন বা আইসোলশনে থাকতে হয়নি। ছিল না বাধ্যতামূলক করোনা পরীক্ষার ব্যাপারটিও।