ওয়ানডে দলে ফিরলেন সাকিব-ইয়াসির, বাদ শরিফুল-মোসাদ্দেক
তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট খেলতে বাংলাদেশে আসছে ভারত। সিরিজটি খেলতে আগামী ১ ডিসেম্বর বাংলাদেশ পৌঁছাবেন বিরাট কোহলি, রোহিত শর্মারা। এই সিরিজে তিন ওয়ানডের জন্য বৃহস্পতিবার ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এই দলে কোনো চমক নেই, দলে ফিরেছেন সাকিব আল হাসান ও ইয়াসির আলী রাব্বি। বাদ পড়েছেন মোসাদ্দেক হোসেন সেকত, তাইজুল ইসলাম ও শরিফুল ইসলাম। জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের সর্বশেষ ওয়ানডে সিরিজে ছুটিতে ছিলেন সাকিব, ইয়াসির ছিলেন ইনজুরিতে।
ওয়ানডে দিয়ে সিরিজ শুরু হবে। ৪ ডিসেম্বর মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে প্রথম ওয়ানডে। পরের ম্যাচটি মিরপুরেই ৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। শেষ ওয়ানডে ১০ ডিসেম্বর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হবে। যদিও তিনটি ম্যাচই মিরপুরে হওয়ার কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে সিদ্ধান্ত পরিবর্তন করা হয়েছে। এই ওয়ানডে সিরিজ সুপার লিগের অংশ নয়।
ওয়ানডে শেষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ-ভারত। প্রথম টেস্ট চট্টগ্রামে ১৪ ডিসেম্বর শুরু হবে। ১২ বছর পর চট্টগ্রামে টেস্ট খেলবে ভারত। ঢাকায় দ্বিতীয় টেস্ট শুরু হবে ২২ ডিসেম্বর। দীর্ঘতম এই ফরম্যাটের ম্যাচ দুটি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।
ভারতের বিপক্ষে বাংলাদেশ ওয়ানডে দল: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন কুমার দাস, এনামুল হক বিজয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, ইয়াসির আলী রাব্বি, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, এবাদত হোসেন, নাসুম আহমেদ, মাহমুদউল্লাহ রিয়াদ, নাজমুল হোসেন শান্ত ও নুরুল হাসান সোহান।