আর্জেন্টিনার গণমাধ্যমে বাংলাদেশের জয়ের খবর, ফেসবুক গ্রুপ খুললেন উচ্ছ্বসিত ভক্তরা
প্রতি চার বছর পর পর ফিফা বিশ্বকাপ এলেই বাংলাদেশিদের ফুটবল উন্মাদনা নতুন রূপে ধরা পড়ে। সেই সঙ্গে ব্রাজিল-আর্জেন্টিনার চিরাচরিত দ্বৈরথ তো আছেই। কিন্তু এবারের কাতার বিশ্বকাপ বাংলাদেশের জন্য একেবারেই আলাদা; কারণ বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচ শেষ হতে না হতেই এখন বাংলাদেশের নাম জানে আর্জেন্টিনার লাখো মানুষ! দুই দেশের মধ্যে ১৬,৭৬৩ কিলোমিটার দূরত্বের ব্যবধান ঘুচিয়ে দিয়েছে ফুটবল।
বিশ্বকাপকে ঘিরে বাংলাদেশিদের উন্মাদনা, হাজার হাজার মানুষ বড় পর্দায় খেলা দেখতে জড়ো হওয়া, রাস্তায় রাস্তায় বিজয় মিছিলের চিত্র এবার উঠে এসেছে আন্তর্জাতিক গণমাধ্যমে। আর্জেন্টিনা বনাম মেক্সিকো ম্যাচে লিওনেল মেসির গোলের পর বাংলাদেশের হাজারো সমর্থকের উল্লাসের একটি সংক্ষিপ্ত ভিডিও প্রথমে ভাইরাল হয়, যা পরে ফিফার অফিশিয়াল টুইটার একাউন্ট থেকেও পোস্ট করা হয়। এরপর থেকে দ্রুত আর্জেন্টিনার গণমাধ্যমগুলোতে ছড়িয়ে পড়েছে বাংলাদেশিদের এই ফুটবলপ্রেমের কথা।
আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন থেকে শুরু করে আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনির মুখেও বাংলাদেশের নাম। দক্ষিণ এশিয়ার এই দেশটিকে তাদের সমর্থনের জন্য মন থেকে ধন্যবাদ জানিয়েছেন তারা। কিন্তু এবার দেখা গেছে, বাংলাদেশিদের এই ভালোবাসার জবাব দিতে ক্রিকেটে টাইগারদের সাফল্যের চিত্র তুলে ধরেছে আর্জেন্টাইন মিডিয়াগুলো!
চলমান ওডিআই সিরিজে ভারতের বিপক্ষে বাংলাদেশের শ্বাসরুদ্ধকর জয়ের খবর প্রকাশ করেছে আর্জেন্টিনার গণমাধ্যম। এমনকি বাংলাদেশের ক্রিকেটকে সমর্থন দেওয়ার জন্য 'আর্জেন্টিনা ফ্যানস অব দ্য বাংলাদেশ ক্রিকেট টিম' নামে ফেসবুকে একটি গ্রুপও খোলা হয়েছে। মাত্র দুদিনের মাথায় সেই গ্রুপে সদস্য সংখ্যা ৭৩০০০ ছাড়িয়েছে!
এদিকে আর্জেন্টাইন গণমাধ্যমে বাংলাদেশি ক্রিকেটার মেহেদি হাসান মিরাজের গতকালের ম্যাচের সাফল্য তুলে ধরা হয়েছে। টাইগারদের জয়ের নায়কের ছবি পোস্ট করে সাধুবাদ জানিয়েছে তারা।
লাতিন আমেরিকার দেশটির জন্য বাংলাদেশে বহু বছরের যে ভালোবাসা জমা রয়েছে, অবশেষ তা নজরে আসায় উচ্ছ্বসিত বাংলাদেশের সাধারণ মানুষ। এর আগে ২০১৩ সালের সেপ্টেম্বরে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে নাইজেরিয়ার সঙ্গে একটি প্রীতি ম্যাচ খেলেছিল আর্জেন্টিনা; যেখানে লিওনেল মেসিই ছিলেন সবার মনোযোগের কেন্দ্রবিন্দুতে।
কিন্তু এবারের মতো করে আগে কখনোই আর্জেন্টিনাবাসীর নজরে আসেনি বাংলাদেশ। ইতোমধ্যেই দেশের সোশ্যাল মিডিয়ায় আর্জেন্টিনা ও বাংলাদেশের প্রীতির সম্পর্কের উষ্ণতা টের পাওয়া যাচ্ছে, তাই ভবিষ্যতে দুই দেশের মধ্যে সম্পর্ক জোরদার হওয়ার আশায় রয়েছেন ভক্তরা।