মাঠে ঢুকে সাকিবের পা ছুঁয়ে সালাম ভক্তের
একের পর এক ক্যাচ মিস আর স্টাম্পিং মিসে বাংলাদেশ তখন বিপাকে, ক্রমেই লিড বাড়ছে। অধিনায়ক হিসেবে সাকিব আল হাসানের চিন্তাটা সবচেয়ে বেশি। অভিজ্ঞ এই অলরাউন্ডার যখন ভারতের প্রথম ইনিংস গুটিয়ে দেওয়ার নতুন পরিকল্পনা সাজাচ্ছেন, তখনই চমকে যেতে হলো তাকে। নিরাপত্তার জাল পেরিয়ে মাঠে ঢুকে তার পা ছুঁয়ে সালাম করলেন এক ভক্ত।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ভারতের বিপক্ষে চলমান সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে এই ঘটনা ঘটেছে। ম্যাচের দ্বিতীয় দিনে ভারতের প্রথম ইনিংসের ৬৮তম ওভারে গ্যালারির কাটা তারের প্রাচীর টপকে মাঠে ঢুকে পড়েন এক ভক্ত। সঙ্গে সঙ্গে অবশ্য নিরাপত্তাকর্মীরা মাঠে ঢুকে 'পাগলাটে' এই ভক্তকে মাঠ থেকে বের করে নেন।
৬৮ ওভারের খেলা চলছিল, বোলিংয়ে তখন মেহেদী হাসান মিরাজ। বাংলাদেশের ডানহাতি এই স্পিনারের বিপক্ষে ব্যাটিং করছিলেন ভারতের উইকেটরক্ষক ব্যাটসম্যান ঋষভ পন্ত। এই ওভারের তৃতীয় বলের পর খেলা বন্ধ হয়ে যায়। উত্তর গ্যালারিতে বসা এক সাকিবভক্ত কাটা তারের প্রাচীর টপকে মাঠে ঢুকে পড়েন।
একটু দূরেই দাঁড়িয়ে নিরাপকত্তাকর্মীরা, কিন্তু তারা এগিয়ে আসতে আসতে মূল মাঠে ঢুকে দৌড় শুরু করেন মাদারীপুর থেকে আসা আরাফাত নামের এই সাকিবভক্ত। মুহূর্তেই পৌঁছে যান স্বপ্নের নায়কের কাছে। গিয়েই হাঁটু গেড়ে বসে সাকিবের পাঁ ছুয়ে সালাম করেন তিনি। ভক্তের ভালোবাসা সাদরেই গ্রহণ করেন সাকিব। তার পা ছুঁতে ছুঁতে দুই পাশ থেকে দৌড়ে মাঠে ঢোকেন নিরাপত্তাকর্মীরা, বাংলাদেশের জার্সি পরা সাকিবভক্তকে ধরে মাঠের বাইরে নিয়ে যান তারা।
বাংলাদেশের ক্রিকেট মাঠে ভক্ত ঢুকে পড়ার ঘটনা এবারই প্রথম নয়। গতবার নভেম্বরে মিরপুরেই পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি চলাকালীন মাঠে ঢুকে মুস্তাফিজুর রহমানের পায়ে চুমু খান এক ভক্ত। ২০১৬ সালে মিরপুর স্টেডিয়ামের মাঠে ঢুকে মাশরাফি বিন মুর্তজাকে জড়িয়ে ধরেন এক দর্শক। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে একইভাবে মাঠে ঠুকে পড়েন মুশফিকুর রহিমের এক ভক্ত। চট্টগ্রামে মাঠে ঢুকে হাঁটু গেড়ে বসে সাকিব আল হাসান ফুল দেন এক ভক্ত।