বড়দিনে রোনালদোকে বিলাসবহুল উপহার জর্জিনার
সময়টা খুব একটা ভালো যাচ্ছে না ক্রিশ্চিয়ানো রোনালদোর। ১৯ বছরের দীর্ঘ ক্যারিয়ারের এমন অশান্ত সময় আর কখনোই আসেনি তার জন্যে। একে তো নিজে ক্লাব বিহীন অবস্থায় আছে, পরবর্তী গন্তব্য নিয়েও ধোঁয়াশা কাটছে না, তার উপর নিজের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী, লিওনেল মেসি বিশ্বকাপ জিতে বসে আছেন।
বড়দিনে রোনালদোর মুখে হাসি ফোটানোর চেষ্টা করেছেন তার সঙ্গিনী, জর্জিনা রদ্রিগেজ। পর্তুগিজ তারকাকে একটি বিলাসবহুল গাড়ি উপহার দিয়েছেন জর্জিনা।
ক্রিশ্চিয়ানো রোনালদোর সঙ্গিনীর বাইরেও জর্জিনার আরেকটি পরিচয় আছে, যেটি তার নিজস্ব। জর্জিনা একজন ফিটনেস মডেল, সেইসাথে ফ্যাশন ইনফ্লুয়েন্সার। তাই রোনালদোকে উপহার সামগ্রী দেওয়ার সামর্থ্য তার নিজেরই আছে।
সঙ্গীর মুখে হাসি দেখতে যোগ্য সঙ্গিনীর মতোই কাজ করেছেন জর্জিনা। রোনালদোকে বড়দিনের উপহার হিসেবে তিনি কিনে দিয়েছেন বিলাসবহুল রোলস রয়েস গাড়ি। যার মূল্য বাংলাদেশি টাকায় প্রায় ৫ কোটি।
উপহার পেয়ে আবেগে আপ্লুত হয়ে যান ক্রিশ্চিয়ানো রোনালদো। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে এক ভিডিওতে দেখা যায়, জর্জিনার দেওয়া উপহারে বিস্মিত রোনালদো। তার কোলে ছিল রোনালদো-জর্জিনা জুটির মেয়ে।
উপহারের ছবি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দিয়ে রোনালদো লিখেন, 'ধন্যবাদ, আমার প্রিয়তমা।'