আরেকটি সেঞ্চুরিতে শচীনকে ছাড়িয়ে কোহলি
শচীন টেন্ডুলকারের ১০০ সেঞ্চুরির রেকর্ড যদি কেউ ছাড়াতে পারেন, সেটা বিরাট কোহলি; অনেক ক্রিকেট বোদ্ধাই এমন মনে করেন। এটা মনেপ্রাণে বিশ্বাস করেন অনেক ক্রিকেটমোদীই। ক্রমেই ভারতের ব্যাটিং ঈশ্বরের দিকে এগিয়ে যেতে থাকা কোহলি রোববার করলেন আরেকটি সেঞ্চুরি। যে সেঞ্চুরিতে তিনি নিজেকে ছাড়িয়ে গেলেন, একটি রেকর্ডে পেছনে ফেললেন শচীনকেও।
রোববার থিরুভানান্থাপুরামে গিনফিল্ড আন্তর্জাতিক স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে শ্রীলঙ্কার বিপক্ষে সেঞ্চুরি করেছেন কোহলি। চলতি সিরিজে এটা তার দ্বিতীয় সেঞ্চুরি। সেঞ্চুরি আর নতুন কী ভারতের সাবেক এই অধিনায়কের জন্য! তবে এই সেঞ্চুরিটি আর দশটির মতো নয়। এবার যে তিনি নিজেকে ছাড়িয়ে যাওয়ার পাশাপাশি একটি রেকর্ডে আদর্শ শচীনকে টপকে গেছেন।
ওয়ানডেতে শ্রীলঙ্কার বিপক্ষে এটা কোহলির দশম সেঞ্চুরি, যা একটি রেকর্ড। এক দেশের বিপক্ষে সবচেয়ে বেশি সেঞ্চুরি করার রেকর্ড এখন ডানহাতি এই ব্যাটসম্যানের দখলে। এ পথে তিনি ছাড়িয়ে গেছেন সর্বকালের অন্যতম সেরা ব্যাটসম্যান শচীনকে। এক দেশের বিপক্ষে দ্বিতীয় সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ডেও আছে কোহলির নাম, তার সঙ্গী শচীনে।
প্রিয় প্রতিপক্ষ শ্রীলঙ্কার বিপক্ষে ১০টি সেঞ্চুরির মালিক কোহলি ইন্ডিজের বিপক্ষে করেছেন ৯টি সেঞ্চুরি। অস্ট্রেলিয়ার বিপক্ষে ৯টি সেঞ্চুরি করেছেন শচীন। অজিদের বিপক্ষে ৯ সেঞ্চুরি করতে ৭০ ইনিংস লেগেছিল শচীনের। শ্রীলঙ্কার বিপক্ষে ৪৯ ইনিংসেই কোহলির সেঞ্চুরি হলো ১০টি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাত্র ৪১ ইনিংসে ৯ সেঞ্চুরি করেন তিনি।
ওয়ানডেতে এটা কোহলির ৪৬তম সেঞ্চুরি, ৪৯টি সেঞ্চুরি নিয়ে তালিকায় সবার উপরে শচীন। কোহলি আর তিনটি সেঞ্চুরি করলেই ছুঁয়ে ফেলবেন নিজের ক্রিকেট দর্শনের নায়ককে। তার সামনে সুযোগ ইতিহাসের প্রথম ব্যাটসম্যান হিসেবে সেঞ্চুরির হাফ সেঞ্চুরি করারও। তিন ফরম্যাট মিলিয়ে কোহলির সেঞ্চুরি দাঁড়ালো ৭৪, সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ডেও তার সামনে কেবল শচীন। ভারতের ব্যাটিং বিস্ময় ওয়ানডে ও টেস্ট মিলিয়ে ১০০টি সেঞ্চুরির মালিক।
ওয়ানডেতে এক দেশের বিপক্ষে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড গড়ার দিনে ভুবন ভুলানো ব্যাটিং করেন কোহলি। ১১০ বলে ১৩টি চার ও ৮টি ছক্কায় ১৬৬ রানে অপরাজিত থাকেন তিনি। এই ইনিংস খেলার পথে ছক্কা মারার রেকর্ডে নিজেকে ছাড়িয়ে গেছেন কোহলি। ওয়ানডেতে এক ইনিংসে এতো বেশি ছক্কা তিনি আগে মারেননি। ২০১৩ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫২ বলে ১০০ করার ৭টি ছক্কা মারেন তারকা এই ব্যাটসম্যান।