৭ ম্যাচে ৭৫২ রান, গড়ও ৭৫২; করুন নায়ারে মুগ্ধ শচীন
কোনো টুর্নামেন্ট বা সিরিজে একজন ব্যাটসম্যানের কয় ইনিংসে অপরাজিত থাকতে পারেন? তার গড় সর্বোচ্চ কতো হতে পারে? নতুন ধারণা নিতে করুণ নায়ারের পারফরম্যান্সে চোখ রাখতে পারেন। ভারতীয় এই ব্যাটসম্যান বিজয় হাজার ট্রফিতে ব্যাট হাতে যা করে চলেছেন, তাতে মুগ্ধ দেশটির 'ব্যাটিং ঈশ্বর' শচীন টেন্ডুলকারও। নায়ারের পারফরম্যান্সে কিংবদন্তি এই ব্যাটসম্যান এতোটাই মুগ্ধ যে; সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে পোস্ট দিয়েছেন তিনি।
করুণ নায়ার নামটি আপনার কাছে পরিচিতই হওয়ার কথা। ঘরোয়া ক্রিকেটে ব্যাট হাতে রানের ফোয়ারা বইয়ে দিয়ে হইচই ফেলে দেওয়া ডানহাতি এই ব্যাটসম্যান ভারত জাতীয় দলের হয়েও খেলেছেন। ২০১৬ সালে অভিষেকের পর ভারতের হয়ে ৬টি টেস্ট খেলেন তিনি, ওয়ানডে খেলেছেন ২টি। জাতীয় দলে সর্বশেষ ম্যাচ খেলেছেন ২০১৭ সালে। এরপর আর সুযোগ পাননি, হারিয়েই যেতে নায়ার।
২০২২ সালের শেষ দিকে এসে হতাশ হয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দেন তিনি, যেখানে উঠে আসে তার অসহায়ত্বও। নায়ার লেখেন, 'প্রিয় ক্রিকেট, আমাকে আর একবার সুযোগ দাও।' এমন পোস্ট দেওয়ার পর আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন নায়ার। দুই বছর পর আবারও আলোচনায় তিনি, এবার কেবলই কর্মগুণে। তার ব্যাট হয়ে উঠেছে তরবারি, তা থেকে ঝরছে রানের ফোয়ারা।
বিজয় হাজারে ট্রফিতে বিদর্ভের হয়ে ৭ ইনিংসে ব্যাটিং করেছেন নায়ার, রান করেছেন ৭৫২। সাত ইনিংসে নায়ার সেঞ্চুরি করেছেন পাঁচটি, একটিতে হাফ সেঞ্চুরি। যে ইনিংসে হাফ সেঞ্চুরি ছুঁতে পারেননি, ওই ইনিংসে ৪৪ রানে অপরাজিত থাকেন তিনি। তবে শুধু এই ইনিংসেই নয়, আরও পাঁচ ইনিংসে অপরাজিত থেকে মাঠ ছাড়েন নায়ার। এতে তার গড় দাঁড়িয়েছে ৭৫২, যা রীতিমতো অবিশ্বাস্য।
৫০ ওভারের এই টুর্নামেন্টে আউট না হয়ে সর্বোচ্চ রান করার বিশ্ব রেকর্ড গড়েছেন নায়ার। আউট না হয়ে চার সেঞ্চুরিতে তিনি ৫৪২ রান করেন। আউট না হয়ে লিস্ট 'এ' ক্রিকেটে সবচেয়ে বেশি রান করার বিশ্ব রেকর্ড এটা। এতোদিন রেকর্ডটি দখলে ছিল নিউজিল্যান্ডের অলরাউন্ডার জেমস ফ্র্যাঙ্কলিনের, ২০১০ সালে আউট না হয়ে ৫২৭ রান করেন তিনি। মুড়ি-মুড়কির মতো রান করে রেকর্ডটি নিজের করে নিলেন নায়ার, তার ঝলমলে পারফরম্যান্সে দল বিদর্ভও উঠে যায় টুর্নামেন্টের ফাইনালে।
এভাবে ব্যাটিং করে যেতে থাকলে যে কারও নজর কাড়া সম্ভব। অনেকের নজরই কেড়েছেন নায়ার, এর মধ্যে একজন শচীন। ভারতের এই ব্যাটিং বিস্ময় সামাজিক যোগাযোগমাধ্যমে নায়ারকে নিয়ে লিখেছেন, '৭ ম্যাচে ৫ সেঞ্চুরিতে ৭৫২ রান অসাধারণ কোনো কিছুর চেয়ে কম নয়। এই ধরনের পারফরম্যান্স এমনিতে হয়ে যায় না, এসব আসে গভীর মনোযোগ ও কঠোর পরিশ্রম থেকে। দুর্বার গতিতে এগিয়ে যাও, প্রতিটি সুযোগ লাগাও।'
নায়ারের স্বপ্নের এই পথচলার শুরু গত বছরের ডিসেম্বরে। নিজের প্রথম ম্যাচে জম্মু ও কাশ্মীরের বিপক্ষে ১১২ রানের অপরাজিত থাকেন তিনি। পরের ম্যাচে ছত্তিশগড়ের দেওয়া ৮১ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ৪৪ রানে অপরাজিত থাকেন নায়ার। এরপর চণ্ডীগড়ের বিপক্ষে তিনি খেলেন লিস্ট 'এ' ক্যারিয়ারের সেরা ইনিংস, অপরাজিত থাকেন ১৬৩ রানে। নিজের চতুর্থ ম্যাচে তামিল নাড়ুর বিপক্ষে ১১১ রানের ইনিংস খেলেন তিনি।
নতুন বছরেও একই ধারায় থাকা নায়ার ৩ জানুয়ারি উত্তর প্রদেশের বিপক্ষে ১১২ রান করে আউট হন। চলমান টুর্নামেন্টে এখন পর্যন্ত ওই একবারই আউট হয়েছেন তিনি। ১২ জানুয়ারি রাজস্থানের বিপক্ষে ১২২ রানে অপরাজিত থাকেন নায়ার। সর্বশেষ ম্যাচে ১৬ জানুয়ারি সেমি-ফাইনালে মহারাষ্ট্রের বিপক্ষে ৮৮ রানে অপরাজিত থাকেন ডানহাতি এই ব্যাটসম্যান।