অনূর্ধ্ব-১৯ দলের চারজন নিয়ে বাংলাদেশের নারী বিশ্বকাপের স্কোয়াড
আগামী ১০ ফেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকায় শুরু হবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই আসরের জন্য শনিবার ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই দলে নেওয়া হয়েছে অনূর্ধ্ব-১৯ দলের চারজনকে। প্রথমবারের মতো আয়োজিত অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে দক্ষিণ আফ্রিকাতেই আছেন তারা। এই আসর শেষে সেখানেই থাকবেন ডাক পাওয়া চারজন, পরে দলের সঙ্গে যোগ দেবেন।
বয়সভিত্তিক বিশ্বকাপে আলো ছড়িয়ে জাতীয় দলের জায়গা করে নেওয়া চার ক্রিকেটার হলেন মারুফা আক্তার, দিলারা আক্তার, স্বর্ণা আক্তার ও অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক দিশা আক্তার। এবারের বিশ্বকাপে এই চারজনই তাক লাগানো পারফরম্যান্স করেছেন। ১৫ জনের মূল স্কোয়াডের বাইরে চারজনকে স্ট্যান্ড বাই হিসেবে রাখা হয়েছে। এই তালিকায় আছেন অনূর্ধ্ব-১৯ দলে রাবেয়া খান।
প্রস্তুতি ক্যাম্প করতে বেশ আগেই দক্ষিণ আফ্রিকায় যাবে বাংলাদেশ দল। কেপটাউনের উদ্দেশে ২৩ জানুয়ারি রওনা দেবে নিগার সুলতানা জ্যোতির দল। ক্যাম্পের অংশ হিসেবে আয়ারল্যান্ডের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ।
বিশ্বকাপ শুরুর আগে দুটি অনুশীলন ম্যাচও খেলবে বাংলাদেশ। ৬ ফেব্রুয়ারি কেপটাউনে পাকিস্তান ও ৮ ফেব্রুয়ারি স্টেলেনবোশে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে শেষবারের মতো নিজেদের ঝালিয়ে নেবেন সালমা-জাহানারারা। বিশ্বকাপে বাংলাদেশের মিশন শুরু ১২ ফেব্রুয়ারি, প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা।
বাংলাদেশ স্কোয়াড: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক ও উইকেটরক্ষক), মারুফা আক্তার, দিলারা আক্তার, ফাহিমা খাতুন, সালমা খাতুন, জাহানারা আলম, শামীমা সুলতানা, রুমানা আহমেদ, লতা মন্ডল, স্বর্ণা আক্তার, নাহিদা আক্তার, মুর্শীদা খাতুন, রিত মনি, দিশা বিশ্বাস ও সোবানা মোস্তারী।
স্ট্যান্ড বাই: রাবেয়া, সানজিদা আক্তার মেঘলা, ফারজানা হক পিঙ্কি ও শারমিন আক্তার সুপ্তা।