মালয়েশিয়াকে ২৯ রানে গুটিয়ে গ্রুপ সেরা হয়ে সুপার ফোরে বাংলাদেশ
শ্রীলঙ্কাকে হারিয়ে মিশন শুরু, আত্মবিশ্বাসে টইটুম্বুর ছিল বাংলাদেশ। এরপর তুলনামূলক সহজ প্রতিপক্ষ পেয়ে বাংলাদেশের মেয়েরা যেন ছেলেখেলায় মাতলো। মালয়েশিয়াকে সামান্য রানে গুটিয়ে দিয়ে অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে বিশাল জয় তুলে নিলো তারা।
মঙ্গলবার কুয়ালালামপুরে গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে মালয়েশিয়াকে ১২০ রানের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে 'বি' গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে সুপার ফোরে খেলতে যাচ্ছে তারা।
টস জিতে আগে ব্যাটিং করা বাংলাদেশ ফাহোমিদা চয়া, ম্যাচসেরা জান্নাতুল মাওয়া, সাদিয়া আক্তারের ব্যাটে ৫ উইকেটে ১৪৯ রান তোলে। জবাবে নিশিতা আক্তার নিশি, হাবিবা ইসলাম, আনিসা আক্তার সোবার দারুণ বোলিংয়ে সামনে ১৪.৫ ওভারে ২৯ রানেই অলআউট হয়ে যায় মালয়েশিয়া।
লক্ষ্য তাড়ায় মালয়েশিয়ার কোনো ব্যাটার দুই অঙ্কের রান করতে পারেননি। সর্বোচ্চ ৫ রান করেন নূর আলিয়া। দুজন ব্যাটার ৩ রান করে করেন, একজন করেন ২ রান। ১ রান করে করেন চারজন। তিনজন রানের খাতা খুলতে পারেননি। ২৯ রান করতে পারতো মালয়েশিয়া, বাংলাদেশ ১২টি অতিরিক্ত দিয়ে বাড়িয়েছেন প্রতিপক্ষের রান।
বল হাতে দুর্বার ছিলেন নিশিতা। ডানহাতি এই অফ স্পিনার ৩.৫ ওভারে একটি মেডেনসহ মাত্র ৩ রান খরচায় ৫টি উইকেট নেন, যা তার ক্যারিয়ার সেরা বোলিং। হাবিবাও ছিলেন দুর্দান্ত, ৪ ওভারে এক মেডেনসহ ৫ রানে ৩টি উইকেট নেন তিনি। ৪ ওভারে এক মেডেনসহ ৫ রানে ২টি উইকেট নেন সোবা।
এর আগে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রানের ইনিংস খেলেন মাওয়া। ৪৫ বলে ৪টি চারে অপরাজিত ৪৫ রান করেন তিনি। ১৯ বলে ৩টি চার ও একটি ছক্কায় ৩১ রানের ঝড়ো ইনিংস খেলেও অপরাজিত থাকেন সাদিয়া। ফাহোমিদা ২৬, ইভা ১৯ ও অধিনায়ক সুমাইয়া ১২ রান করেন। মালয়েশিয়ার মারসিয়া ক্রিস্তিনা ৩টি ও নূর ইজমা ২টি উইকেট নেন।