রাহুলের বিয়েতে সাড়ে তিন কোটি রুপির উপহার কোহলি-ধোনির
দীর্ঘদিনের বান্ধবী আথিয়া শেঠিকে বিয়ে করেছেন ভারতের তারকা ক্রিকেটার লোকেশ রাহুল। খান্দালায় আথিয়ার বাবা বলিউড তারকা সুনিল শেঠির বাড়িতে বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়। এই বিয়েতে তারকার মেলা বসেছিল, দামি দামি সব উপহার পেয়েছেন রাহুল-আথিয়া। এর মধ্যে অন্যতম ভারতের সাবেক দুই অধিনায়ক বিরাট কোহলি ও মহেন্দ্র সিং ধোনি। ভারতের সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, দুজনের দেওয়া উপহারের মূল্য সাড়ে তিন কোটি রুপি।
পিঙ্কভিলার খবরে বলা হয়েছে, জাতীয় দলের সতীর্থ রাহুলকে ২ কোটি ৭০ লাখ রুপির একটি বিএমডব্লিউ গাড়ি উপহার দিয়েছেন কোহলি। রিপোর্ট অনুযায়ী, গাড়িটি বিএমডব্লিউ-৭ সিরিজের। ভারতে এই গাড়িটির দাম শুরু হয় ২.০২ কোটি রুপ থেকে। গাড়িটি বিলাসবহুল এবং দ্রুতগামী। গাড়িটিতে ২ হাজার ৯৯৮ সিসির একটি ইঞ্জিন আছে।
রাহুল-আথিয়ার বিয়েতে হাজির হন ভারতের ক্রিকেট ইতিহাসের সফলতম অধিনায়ক ধোনিও। সাবেক এই তারকা রাহুলকে ৭৯ লাখ ৯০ হাজার রুপির একটি কাওয়াসাকি নিনজা বাইক উপহার দিয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, বাইকটি হতে পারে কাওয়াসাকি নিনজা এইচ২আর। ভারতে এটাই সবচেয়ে দামি বাইক। ৮০ লাখ রুপ থেকে শুরু হয় বাইকটির দাম, মূলত এটি একটি স্পোর্টস বাইক।
কেবল ক্রিকেটারদের থেকেই নয়, বলিউড থেকেও দামি উপহার পেয়েছে রাহুল-আথিয়া দম্পতি। তারকা এই জুটিকে দেওয়া উপহারের মধ্যে রয়েছে তিনটি দামি গাড়ি ও একটি বাইক। গাড়ি তিনটির মূল্য সাড়ে চার কোটি রুপিরও বেশি। রাহুল-আথিয়াকে ১ কোটি ৬৪ লাখ রুপির অডি উপহার দিয়েছেন বলিউড সুপারস্টার সালমান খান। বাবা সুনিল শেঠির থেকে মুম্বাইয়ে ৫০ কোটি রুপির বিলাসবহুল অ্যাপার্টমেন্ট উপহার পেয়েছেন আথিয়া।
জীবনের নতুন ইনিংস শুরুর ব্যস্ততার কারণে লম্বা সময় ধরে জাতীয় দলের বাইরে থাকবেন রাহুল। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে রাখা হয়নি ডানহাতি এই টপ অর্ডার ব্যাটসম্যানকে। বর্ডার-গাভাস্কার ট্রফির প্রথম দুই টেস্টের দলেও নেই তিনি। আগামী মার্চের মাঝামাঝি সময়ে ওয়ানডে সিরিজ দিয়ে ফিরতে পারেন রাহুল।