নিউ সাউথ ওয়েলসের দায়িত্ব ছাড়লেন হাথুরুসিংহে, আসছেন বাংলাদেশে!
বাংলাদেশের জাতীয় দলের প্রধান কোচের পদ ফাঁকা হয়েছে গত ডিসেম্বরে। রাসেল ডমিঙ্গো বিদায় নেওয়ার পর এখন পর্যন্ত কাউকে নিয়োগ দেয়নি বিসিবি। সামনেই ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে সিরিজ। তার আগেই নতুন কোচ আসবে বলে আশ্বাস দিয়েছে বোর্ড।
চান্দিকা হাথুরুসিংহে প্রধান কোচ হয়ে ফিরছেন, এটা প্রায় নিশ্চিত হয়ে গেছে। বাকি কেবল আনুষ্ঠানিকতার। আর এই আলোচনার মাঝে সর্বশেষ কর্মস্থল নিউ সাউথ ওয়েলসের সহকারী কোচের পদের দায়িত্ব ছাড়লেন লঙ্কান এই কোচ। মঙ্গলবার এক টুইট বার্তায় বিষয়টি জানিয়েছে অস্ট্রেলিয়ান ক্লাবটি।
টুইটারে এক বার্তায় অস্ট্রেলিয়ান এই রাজ্য দলটি হাথুরুসিংহেকে শুভকামনা জানিয়ে লেখে, 'চান্দিকা গত দুই বছরে নিউ সাউথ ওয়েলসের ক্রিকেটে বড় অবদান রেখেছে। আমরা তাকে বিদায় দিয়ে ব্যথিত।'
দুয়ে দুয়ে চার মিলিয়ে এখন হাথুরুসিংহেই বাংলাদেশের কোচ হিসেবে ফিরছেন বলে গুঞ্জন আরো জোরালো হয়েছে। ২০১৪ থেকে ২০১৭ পর্যন্ত বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচ ছিলেন তিনি। নিউ সাউথ ওয়েলসের হয়েও এর আগে দায়িত্ব পালন করেছেন হাথুরুসিংহে।
২০১১ থেকে ২০১৩ পর্যন্ত অস্ট্রেলিয়ান এই রাজ্য দলটির হয়ে কাজ করেছে হাথুরুসিংহে। ২০১৭ থেকে ২০১৯ পর্যন্ত নিজ দেশ শ্রীলংকার কোচের দায়িত্বও পালন করেছেন ৫৪ বছর বয়সী সাবেক এই ক্রিকেটার।
বাংলাদেশের কোচ হিসেবে দায়িত্ব পালন করাকালীন তার অধীনে ২১টি টেস্ট ম্যাচ খেলে ৬টি জিতেছে বাংলাদেশ, হেরেছে ১১ টিতে। ড্র হয়েছে ৪টি ম্যাচ। ওয়ানডেতে ৫১ ম্যাচে ২৫ জয়ের সাথে ২৩ হার হাথুরুসিংহের অধীনে, টি টোয়েন্টিতে ২৯ ম্যাচে ১০ জয়ের সাথে আছে ১৯ হার।