টি-টোয়েন্টির পারফরম্যান্স দিয়ে বাংলাদেশ ওয়ানডে দলে তৌহিদ হৃদয়
ইংল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ওয়ানডের জন্য দল ঘোষণা করেছে বিসিবি। তিন ম্যাচ সিরিজের প্রথম দুই ম্যাচ অনুষ্ঠিত হবে শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে, শেষটি হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।
ওয়ানডে দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন তৌহিদ হৃদয়, বিপিএলে দুর্দান্ত ফর্ম দেখানোর পুরস্কারই পেয়েছেন তিনি। এছাড়াও ফিরেছেন তামিম ইকবাল।
এবারের বিপিএলে ১৩ ম্যাচে ১২ ইনিংসে পাঁচটি হাফ সেঞ্চুরিসহ ৩৬.৬৩ গড় ও ১৪১.৪১ স্ট্রাইক রেটে ৪০৩ রান করেছেন হৃদয়, যা আসরের তৃতীয় সর্বোচ্চ। পাঁচ ম্যাচে ম্যাচসেরা হয়েছেন তিনি, এরই বদৌলতে প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেলেন এই ডানহাতি ব্যাটসম্যান।
কুঁচকির চোট কাটিয়ে দলে ফিরেছেন তামিম ইকবালও, ভারতের বিপক্ষে এই চোটের জন্যই খেলতে পারেননি বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক।
গত সিরিজের দল থেকে বাদ পড়েছেন এনামুল হক বিজয়, সোহান এবং ইয়াসির আলী।
তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলতে ২৪ ফেব্রুয়ারি বাংলাদেশে পা রাখবে ইংল্যান্ড দল। ওয়ানডে সিরিজটি সুপার লিগের অংশ হিসেবে গণ্য হবে।
প্রথম দুই ওয়ানডের জন্য বাংলাদেশ দল: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন ধ্রুব, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, এবাদত হোসেন, তাইজুল ইসলাম ও তৌহিদ হৃদয়।