প্রধান কোচ হতে হাথুরুসিংহেকে কতোবার প্রস্তাব দিয়েছে বিসিবি?
২০১৪ সালে বাংলাদেশ দলের প্রধান কোচের দায়িত্ব নিয়ে অনেক সাফল্যের মালাই গেথেছেন চান্দিকা হাথুরুসিংহে। তার সময়কালেই ঘরের মাঠে ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ জেতে বাংলাদেশ। টেস্টে জয়ে আসে অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের মতো দলের বিপক্ষে। বাংলাদেশের ক্রিকেটে কড়া হেডমাস্টার হয়ে ওঠা লঙ্কান এই কোচ ছিলেন বিসিবির পছন্দের চূড়ায়।
কিন্তু ২০১৭ সালের সেপ্টেম্বরে হঠাৎ করেই দায়িত্ব ছেড়ে দেন হাথুরুসিংহে। বাংলাদেশের দক্ষিণ আপ্রিকা সফর চলাকালীন সেখান থেকেই পদত্যাগপত্র পাঠিয়ে দেন তিনি। আরও বেশি পারিশ্রমিকে দায়িত্ব নেন শ্রীলঙ্কা দলের প্রধান কোচের। পেশাদারিত্ব মেনে দায়িত্ব না ছাড়লেও তার প্রতি অবশ্য বিরাগ ছিল না বিসিবির। যে কারণে তাকে ফেরানোর পরিকল্পনা বেশ পুরনো বিসিবির। একবার, দুবার নয়, অনেকবার তাকে প্রধান কোচ হওয়ার প্রস্তাব দিয়েছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।
দুই বছরের জন্য আরেক দফায় বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্ব নেওয়া হাথুরুসিংহে নিজেই জানিয়েছেন এটা। সোমবার বাংলাদেশে পৌঁছে পরের দিন মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে কয়েক ঘণ্টা কাটান তিনি, দেখা করেন বিসিবির কর্মকর্তাসহ ক্রিকেটারদের সঙ্গে। পরের দিন মঙ্গলবার আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে অনেক বিষয় নিয়ে কথা বলেন লঙ্কান এই কোচ।
দ্বিতীয় দফায় হাথুরুসিংহেকে প্রধান কোচ করতে চাওয়ার ব্যাপারে বিসিবির ইচ্ছার ব্যাপারটি ছিল এক প্রকার 'ওপেন সিক্রেট।' দেড় বছর আগে সেটা সামনে আসে। সময়ের সঙ্গে সঙ্গে আলোচনা বাড়ে। এর মধ্যে হাথুরুসিংহেকে কয়েকবার প্রস্তাব দেয় বিসিবি। মঙ্গলবার সংবাদ সম্মেলনে হাথুরুসিংহেকে প্রশ্ন করা হয় এবারই প্রথম প্রস্তাব দেওয়া হয়েছে কিনা। তিনি বলেন, 'না।' তবে কি দ্বিতীয়বার। তার উত্তর আবারও 'না।' দুইয়ের অধিকবার প্রস্তাব দেওয়া হয়েছে, সেটা হাথুরুসিংহেেই নিশ্চিত করেছেন। তবে সেটা কতোবার, তা জানাননি তিনি।
সব সময়ই কোচের ওপর প্রত্যাশার চাপ থাকে, ভারতে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপে হাথুরুসিংহের কাছে একটু বেশিই চাওয়া বিসিবির। তবে এটাকে চাপ মনে করেন না তিনি, 'দলকে ভালো করানোর জন্য কোচরা সব সময়ই চাপের মধ্যে থাকে। আমাদের সবারই প্রত্যাশা আছে জাতি হিসেবে, কারণ ভারতে বিশ্বকাপ হতে যাচ্ছে। আমরা সত্যিই এই ফরম্যাটে ভালো করি। আবার একই সময়ে আমরা প্রস্তুতি ও সামর্থ্যটাকে নিয়ন্ত্রণে রাখতে পারি। আমাদের নিশ্চিত করতে হবে যেন মূল খেলোয়াড়রা ফিট ও সুস্থ থাকে। আমরা যদি এটা অর্জন করতে পারি, আমরা বিশ্বকাপে অবশ্যই একটা ভালো ধাক্কা দিতে পারব।'