'বাংলাদেশের বিপক্ষে হোয়াইটওয়াশ আমাদের জন্য সতর্কবার্তা'
সাদা বলের ক্রিকেটে বাংলাদেশের শক্তির জায়গা বরাবরই ওয়ানডে। বড় বড় দলকে সিরিজ হারানো থেকে হোয়াইটওয়াশ করার স্বাদও পাওয়া হয়ে গিয়েছে এই ফরম্যাটে। টি-টোয়েন্টিতে বড় কোনো দলকে সিরিজ হারানো গেলেও হোয়াইটওয়াশ করা হয়নি এর আগে।
সেখানে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে ঘরের মাঠে ৩-০ ব্যবধানে হারানো দুর্দান্ত অর্জন বাংলাদেশের জন্য। বিশেষ করে ইংলিশরা যখন কয়েক মাস আগেই টি-টোয়েন্টিতে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে।
বাংলাদেশের ক্রিকেটের জন্য যদি এটি নতুন দিগন্ত হয়ে থাকে তাহলে ইংল্যান্ডের জন্য বড় সতর্কবার্তাই বটে। অন্তত ইংলিশদের সাদা বলের কোচ ম্যাথু মট, 'আমরা অবশ্যই হতাশ। সিরিজটা জয় দিয়ে শেষ করতে চেয়েছিলাম। আমাদের এই হার থেকে শিক্ষা নেওয়া জরুরি।'
বাংলাদেশকে ঘরের মাঠে শক্তিশালী দলের আখ্যাও দিলেন মট, 'আমরা এই সফর থেকে যা অর্জন করেছি তা অবশ্যই বলার মতোন। বিশেষ করে প্রতিপক্ষ যখন ঘরের মাঠে বেশ শক্তিশালী একটি দল।'
২০১৫ ওয়ানডে বিশ্বকাপের গ্রুপ পর্বে বাংলাদেশের কাছে হেরে বিদায় নিয়েছিল ইংল্যান্ড। এরপরই আমুল পরিবর্তন আসে ইংলিশদের সাদা বলের ক্রিকেটে। সেই পরিবর্তনের ফলেই ২০১৯ ওয়ানডে বিশ্বকাপ এবং ২০২২ এর টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে তারা।
বাংলাদেশের বিপক্ষে আরেকটি ধাক্কা এবার ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে ইংলিশদের শিরোপা ধরে রাখার রসদ জোগায় কিনা, তা সময়ই বলে দেবে।