চোটের কাছে হার মেনে ফুটবলকে বিদায় ওজিলের
![](https://947631.windlasstrade-hk.tech/bangla/sites/default/files/styles/big_3/public/images/2023/03/22/fifa_world_cup_final_-_germany_v_argentina_.jpg)
দীর্ঘদিন ধরেই চোটের সঙ্গে লড়াই করছিলেন মেসুত ওজিল। ফর্ম হারিয়ে এখন ইউরোপের বড় সারির ক্লাবগুলোর কাছেও আর গ্রহণযোগ্য নন তিনি। সবকিছু মিলিয়ে ফুটবলকেই বিদায় বলে দিয়েছেন জার্মান এই মিডফিল্ডার।
জার্মানির হয়ে ২০১৪ বিশ্বকাপ জেতা ওজিল ক্লাব ক্যারিয়ারে খেলেছেন রিয়াল মাদ্রিদ ও আর্সেনালের মতো বড় দলে। ৩৪ বছর বয়সে এসে ফুটবলকে বিদায় বললেন তিনি।
২০০৯ সালে জার্মানির হয়ে অভিষেকের পর ২০১৮ সাল পর্যন্ত আন্তর্জাতিক ফুটবল খেলেন ওজিল। এর মাঝে ২০১৪ বিশ্বকাপে জার্মানির হয়ে জেতেন বিশ্বকাপ। ২০১৮ সালে বিশ্বকাপে ব্যর্থতা এবং ফেডারেশনের সঙ্গে নানা ঝামেলায় জড়ানোর পর জাতীয় দল থেকে অবসর নেন ওজিল। জাতীয় দলকে বিদায় বললেও ক্লাব ফুটবল চালিয়ে গেছেন। এবার সেই যাত্রারও ইতি টানলেন সাবেক রিয়াল তারকা।
চোটের কারণে ফুটবলকে বিদায় জানানোর কথা জানিয়ে ওজিল মন্তব্য করেন, 'সবকিছু বিবেচনার পর আমি পেশাদার ফুটবল থেকে অবসরের ঘোষণা দিচ্ছি। প্রায় ১৭ বছর ধরে পেশাদার ফুটবল খেলার সৌভাগ্য হয়েছে আমার। এই সুযোগের জন্য আমি কৃতজ্ঞবোধ করছি। কিন্তু বেশ কিছুদিন ধরে আমি চোটে ভুগছি। এটা আমার কাছে স্পষ্ট যে ফুটবলে আমার সময় শেষ।'
বিদায়ের মুহূর্তে নিজের পরিবার এবং বন্ধুদের অবদানকেও স্মরণ করেছেন ওজিল, 'বিশেষ ধন্যবাদ দিতে চাই আমার পরিবারের সদস্যদের এবং কাছের বন্ধুদের। প্রথম দিন থেকে ভালো এবং খারাপ সময়ে তারা আমার পাশে ছিলো এবং ভালোবাসা ও সমর্থন দিয়ে গিয়েছে।'
ভক্তদের ধন্যবাদ দিয়ে ওজিল যোগ করেন, 'আমার ভক্তদের ধন্যবাদ। যারা সব পরিস্থিতিতেই আমার প্রতি ভালোবাসা দেখিয়েছে।'