এবার জাদুঘরে বিশ্বকাপ হাতে মেসির প্রতিকৃতি
কাতার বিশ্বকাপ জিতে নিজেদেরকে আগামী চার বছরের জন্য বিশ্ব ফুটবলের রাজা হিসেবে প্রতিষ্ঠিত করেছে আর্জেন্টিনা। এটি অবশ্য তিন মাস পুরোনো খবর, নতুন খবর হলো, লিওনেল মেসিকে বিশ্ব ফুটবলের 'রুলার' অর্থাৎ শাসক হিসেবে আখ্যায়িত করেছে লাতিন আমেরিকান ফুটবল সংস্থা কনমেবল।
মেসিকে বিশ্ব ফুটবলের অধিকর্তা হিসেবে আখ্যা দেওয়ার দিন তার একটি প্রতিকৃতিও উন্মোচন করেছে কনমেবল। প্যারাগুয়েতে অনুষ্ঠিত কোপা লিবার্তোদোরেসের ড্র'র সময়ে এই সম্মান প্রদান করা হয় মেসিকে।
বিশ্বকাপ ট্রফির রেপ্লিকা ও ফিনালিসিমা ট্রফির রেপ্লিকা উপহার দেওয়া হয় মেসির হাতে। এই সময় মেসির কোচ ও সতীর্থদের হাতেও কোপা আমেরিকা ট্রফিসহ বিশ্বকাপ ও ফিনালিসিমা ট্রফির ছোট রেপ্লিকা দেওয়া হয়।
এই সময়ে মেসির হাতে 'ফুটবলের ব্যাটন' তুলে দিয়ে কনমেবল প্রেসিডেন্ট আলেহান্দ্রো দমিনগেজ বলেছেন, 'দক্ষিণ আমেরিকা ও বিশ্ব ফুটবলের নামে আজ বিশ্ব ফুটবলের নেতৃত্ব ও শাসনভার তোমার হাতে তুলে দিলাম।'
উচ্ছ্বসিত মেসিও সবাইকে ধন্যবাদ জানিয়েছেন, 'সৃষ্টিকর্তাকে ধন্যবাদ, ফুটবল ক্যারিয়ারে আমি সবকিছুই অর্জন করতে পেরেছি। আমার সব সতীর্থদের ধন্যবাদ, এত সুন্দর উপহার দেওয়ার জন্য। কনমেবলকেও ধন্যবাদ জানাচ্ছি। আমরা খুবই বিশেষ আর দারুণ একটি মুহূর্তে কাটাচ্ছি। অনেক অনেক ভালোবাসা পাচ্ছি। লাতিন আমেরিকান কোনো দেশের বিশ্বকাপ জেতার সময়ই ছিল এটা।'