আর্জেন্টিনা থেকে ভালোবাসা এসে পৌঁছালো সাকিবের হাতে
কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে স্বয়ং আর্জেন্টাইনদের পর যদি কেউ বেশি সমর্থন দিয়ে থাকেন, তাহলে সন্দেহাতীতভাবেই তা বাংলাদেশের মানুষ। বাংলাদেশি আর্জেন্টিনা সমর্থকদের উন্মাদনা এবার দেখেছে গোটা বিশ্ব।
এই সমর্থন নিয়ে খবরের পর খবর প্রচারিত হয়েছে বিশ্ব গণমাধ্যমে। আর্জেন্টিনা তো বহু বছর পর দূতাবাসই খুলে বসেছে বাংলাদেশে।
আর্জেন্টিনা ও বাংলাদেশের মানুষের মধ্যে সম্পর্কের সেতুবন্ধন হিসেবে কাজ করেছে কাতার বিশ্বকাপ। আর্জেন্টিনা গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হয়েছে মেসি-দি মারিয়াদের নিয়ে বাংলাদেশিদের পাগলামি।
আর্জেন্টিনার জনগণ কয়েক দফায় ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন বাংলাদেশকে। আর্জেন্টিনার শীর্ষ ফুটবল লিগেও প্রদর্শিত হয়েছে বাংলাদেশের পতাকা। খোদ লিওনেল মেসি কৃতজ্ঞতা জানিয়েছেন এই সমর্থনকে।
আর্জেন্টিনার যে জাতীয় ক্রিকেট দলও আছে সেটি অবশ্য কজন জানেন তা সন্দেহের বিষয়। ফুটবলে আর্জেন্টিনার প্রতি নিঃস্বার্থ ভালোবাসা দেখে বাংলাদেশ ক্রিকেট দলকে নিজেদের জার্সি উপহার পাঠিয়েছে আর্জেন্টিনা ক্রিকেট দল।
জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচের টসের আগে বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসানের হাতে আর্জেন্টিনা ক্রিকেট দলের জার্সি তুলে দেন ধারাভাষ্যকার অ্যান্ড্রু লেওনার্ড। আর্জেন্টিনা নারী ও পুরুষ ক্রিকেট দলের অধিনায়কের ভিডিও বার্তাও সাকিবকে দেখান তিনি।
উপহার ও ভিডিও বার্তা পেয়ে সাকিবের উচ্ছ্বাসটা অনুমিতই। লেওনার্ডের মাধ্যমে বাংলাদেশ অধিনায়কও ধন্যবাদ জানান আর্জেন্টিনা দলকে।
গত ফেব্রুয়ারিতে আর্জেন্টিনার বুয়েন্স এইরেসে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের আমেরিকা বাছাইপর্বে ধারাভাষ্যকারের দায়িত্ব পালন করেছেন লেওনার্ড। সেখান থেকে বাংলাদেশে আসার আগে তাকে আর্জেন্টিনার জার্সি দেন দেশটির ক্রিকেটাররা। তাদের অনুরোধেই সেটি বাংলাদেশে নিয়ে এসেছেন লেওনার্ড।
জার্সি হাতে পাওয়ার সাকিবের প্রতিক্রিয়া কী ছিল, সেটিও জানালেন লেওনার্ড, 'আমি যখন জার্সিটি দিলাম, সাকিব খুবই খুশি হয়েছে। সাকিব বলেছে সে আর্জেন্টিনাকে ভালোবাসে। জার্সিটি তার পছন্দ হয়েছে এবং ভিডিও বার্তাটি খুব ভালো লেগেছে।'
এরপর নিজে থেকেই আর্জেন্টিনার পুরুষ ও নারী দলের দুই অধিনায়কের ভিডিও বার্তাও সাকিবকে দেখান লেওনার্ড।
এর্নান ফেনেল , অধিনায়ক, আর্জেন্টিনা পুরুষ ক্রিকেট দল
'হাই সাকিব, আমি এর্নান ফেনেল, আর্জেন্টিনা ক্রিকেট দলের অধিনায়ক। কাতার ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনা দলকে সমর্থন করার জন্য অনেক ধন্যবাদ। আশা করি, তোমরা ভালো আছো। এই জার্সিটি কৃতজ্ঞতাস্বরূপ পাঠানো হয়েছে। অনেক ধন্যবাদ।'
অ্যালিসন স্টোকস, অধিনায়ক, আর্জেন্টিনা নারী ক্রিকেট দল
'হাই সাকিব, কেমন আছো? আমি আর্জেন্টিনা জাতীয় নারী দলের অধিনায়ক। তোমাকে একটি উপহার দেওয়া হয়েছে। আমি আশা করি এটি তোমার পছন্দ হয়েছে। আমি জানি ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনা দলকে সমর্থন করেছে বাংলাদেশ। একইভাবে আমি এবং আমরা ক্রিকেটে তোমার ও তোমার দলকে সমর্থন করি। অনেক ধন্যবাদ এবং আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের জন্য শুভকামনা।'