প্রথম ম্যাচে অনুজ্জ্বল মুস্তাফিজ, টানা চার হার দিল্লির
মুস্তাফিজুর রহমানও ভাগ্য ফেরাতে পারলেন না দিল্লির, আইপিএলের এবারের আসরে জয়শূন্যই রইল ডেভিড ওয়ার্নারের দল। প্রথম তিন ম্যাচেই হারা দিল্লি মুখোমুখি হয়েছিল প্রথম দুই ম্যাচ হারা মুম্বাইয়ের। দুই জয়হীন দলের লড়াইয়ে শেষ হাসি হাসলো রোহিত শর্মার দল।
এবারের আইপিএল খেলতে বেশ আগেই দিল্লি দলের সঙ্গে যোগ দিয়েছেন মুস্তাফিজুর রহমান। তবে এরপর দিল্লি দুই ম্যাচ খেললেও সুযোগ পাননি তিনি। অবশেষে সুযোগ পেলেন, কিন্তু দলকে জয় এনে দিতে পারলেন না এই বাঁহাতি পেসার।
বরং দিল্লির হারের পেছনে মুস্তাফিজের করা ১৯ তম ওভারটিই কিছুটা প্রভাব ফেলেছে। আনরিখ নর্কিয়ার করা শেষ ওভারে মুম্বাইয়ের প্রয়োজন ছিলো মাত্র ৫ রান। সেখান থেকে নর্কিয়ার দুর্দান্ত বোলিংয়ে সমীকরণ নেমে আসে ১ বলে ২ রানে। টিম ডেভিড তা নিতে ভুল করেননি। কিন্তু মুস্তাফিজ তার আগের ওভারের ২ ছক্কা খেয়ে ১৫ রান দেওয়ায় মুম্বাইয়ের জন্য শেষ ওভারের সমীকরণ বেশ সহজই হয়ে ওঠে।
তবে এই ওভারের আগে ভালো বোলিংই করেছেন মুস্তাফিজ। অন্তত তার বোলিং ফিগার তাই বলে। ৩ ওভারে ২৩ রান দিয়ে তুলে নিয়েছেন মুম্বাই অধিনায়ক ও বিপদজনক রোহিত শর্মাকে। কিন্তু তার নিজের শেষ ওভারেই খেলার সমীকরণ বদলে যায় পুরোপুরি।
ম্যাচে টসে হেরে ব্যাট করতে নেমে অধিনায়ক ডেভিড ওয়ার্নারের ৪৭ বলে ৫১ এবং আক্সার প্যাটেলের ২৫ বলে ঝড়ো ৫৪ রানের ইনিংসে ভর করে ১৭২ রানের পুঁজি পায় দিল্লি।
লক্ষ্য তাড়া করতে নেমে রোহিত শর্মার ৪৫ বলে ৬৫ এবং তিলক ভার্মার ২৯ বলে ৪১ রানের ইনিংস মুম্বাইকে জয়ের কাছে পৌঁছে দেয়। যদিও পরপর এই দুজনের বিদায়ে কিছুটা চাপে পড়ে মুম্বাই। কিন্তু টিম ডেভিড ও ক্যামেরন গ্রীন ঠান্ডা মাথায় মুম্বাইকে জয়ের বন্দরে নিয়ে যান। যেখানে দুজনে মুস্তাফিজের করা ১৯ তম ওভারে ২ টি ছক্কা হাঁকান।