শচীনের মুম্বাইয়ে অভিষেক ছেলে অর্জুনের, গাঙ্গুলী-হরভজনদের উচ্ছ্বাস
বাবা শচীন টেন্ডুলকারের পরিচিতি গোটা বিশ্বজুড়ে। এবার সেই পথে পা বাড়ালেন ছেলে অর্জুনও। অবশেষে বহুল প্রতীক্ষিত আইপিএল অভিষেক হয়েছে শচীনপুত্রের। যদিও অনেকেই মনে করতে পারেন, শচীনের ছেলে বলেই সুযোগ পেয়েছেন অর্জুন। কিন্তু মুম্বাইয়ের কোচ মাহেলা জয়াবর্ধনে ২০২১ সালে অর্জুনকে দলে নেওয়ার পরই বলেছেন, নিজের স্কিলের জন্যই তাকে কিনেছে মুম্বাই।
অর্জুন টেন্ডুলকারের আইপিএল অভিষেকের মধ্য দিয়ে একটি নতুন ঘটনারও জন্ম হয়েছে। বাবার পর ছেলের আইপিএল খেলার ঘটনা এর আগে ঘটেনি।
অর্জুনের বাবা শচীন তার আইপিএল ক্যারিয়ারের ৭৮টি ম্যাচই খেলেছেন মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে। বর্তমানে তিনি দলটির পরামর্শক হিসেবে কাজ করছেন।
মুম্বাইয়ের হয়ে অভিষেক ম্যাচে ইনিংসের প্রথম ওভারেই বোলিংয়ে আসেন অর্জুন। প্রথম ওভারে মাত্র ৪ রান দিলেও দ্বিতীয় ওভারে দেন ১৩ রান। এরপর তাকে আর বোলিং দেননি মুম্বাইয়ের ভারপ্রাপ্ত অধিনায়ক সূর্যকুমার যাদব।
আইপিএলে প্রথম হলেও এর আগে ভারতের ঘরোয়া টুর্নামেন্টগুলোতে খেলেছেন বাঁহাতি পেসার অর্জুন। মুম্বাইয়ের হয়ে শুরু করলেও এখন খেলছেন গোয়ার হয়ে। গত ডিসেম্বরে রঞ্জি ট্রফির অভিষেক ম্যাচেই গোয়ার হয়ে রাজস্থানের বিপক্ষে সেঞ্চুরিও করেছেন অর্জুন। ১৯৮৮ সালে রঞ্জি ট্রফি অভিষেকে সেঞ্চুরি করেছিলেন শচীনও।
অর্জুনের আইপিএল অভিষেকে তাকে অভিনন্দন জানিয়েছেন ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি সৌরভ গাঙ্গুলী এবং হরভজন সিং। টুইটারে সৌরভ লেখেন, 'অর্জুনকে মুম্বাইয়ের হয়ে খেলতে দেখে আমি খুবই খুশি। তার চ্যাম্পিয়ন বাবা নিশ্চয়ই গর্বিত, অর্জুনের জন্য শুভকামনা।'
অপর একটি টুইটে সাবেক স্পিনার হরভজন লেখেন, 'অর্জুনের জন্য শুভকামনা। পাজি আর তার পরিবারের জন্য দারুণ এক গর্বের ব্যাপার এটি, আমাদের জন্যেও। শচীন তাকে চোখের সামনে মুম্বাইয়ের হয়ে খেলার স্বপ্ন নিয়ে বেড়ে উঠতে দেখেছেন। এগিয়ে যাও অর্জুন।'