একসঙ্গে তিন পুরস্কার জিতে উচ্ছ্বসিত মেসি
একটি নয়, দুটি নয়, একসঙ্গে তিনটি পুরস্কার যুক্ত হলো লিওনেল মেসির শোকেসে। তাও একই জায়গা থেকে পেয়েছেন পুরস্কার গুলো। আর্জেন্টাইন মহাতারকাকে এই পুরস্কারগুলো দিয়েছে ইন্টারন্যাশনাল ফুটবল হিস্টোরি অ্যান্ড স্ট্যাটিস্টিকস ফেডারেশন (আইএফএফএইচএস)।
কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন মেসি। ৩৬ বছর পর আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানোর পথে টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার গোল্ডেন বল জিতেছেন মেসি।
পিএসজির হয়েও মৌসুমের শুরু থেকে ছন্দে ছিলেন। গোল করা এবং করানো দুটিতেই রেখেছেন দারুণ ভূমিকা, যার ফলে মেসি জিতেছেন পুরস্কার গুলো।
সেরা খেলোয়াড়, সেরা প্লেমেকার এবং সেরা আন্তর্জাতিক গোলদাতার পুরস্কার জিতেছেন মেসি। এমন স্বীকৃতি পেয়ে দারুণ উচ্ছ্বসিত আর্জেন্টিনা মহাতারকা। ইনস্টাগ্রামে মেসি লিখেছেন, '২০২২ সালের জন্য আইএফএফএইচএস থেকে তিনটি পুরস্কার পেয়ে আমি সম্মানিত, ধন্যবাদ।'
ইনস্টাগ্রামে ট্রফি তিনটি নিয়ে কয়েকটি ছবি দিয়েছেন মেসি। ২০২২ সালে ক্লাব ও আন্তর্জাতিক খেলা মিলিয়ে ৫১ ম্যাচ খেলে ৩৫ গোল করার পাশাপাশি ৩০টি গোল করিয়েছেন মেসি। তবে বছরটি মেসির জন্য চিরস্মরণীয় হয়ে থাকবে বিশ্বকাপ জয়ের কারণে।