৭১ বছরের পুরোনো রেকর্ড ভেঙে দিলেন জয়সুরিয়া
ক্যারিয়ারের সপ্তম টেস্টে ৫০ উইকেট নিয়ে ওয়েস্ট ইন্ডিজের সাবেক বাঁহাতি স্পিনার আলফ ভ্যালেন্টাইন রেকর্ডটি নতুন করে লিখলেন জয়সুরিয়া। টেস্টে স্পিনার হিসেবে দ্রুততম ৫০ উইকেট নেওয়ার রেকর্ড এখন শ্রীলংকান এই বোলারের।
১৯৫০ ও ১৯৬০ এর দশকে ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলেছেন আলফ ভ্যালেন্টাইন। প্রায় ৭০ বছর পর এসে তার সেই রেকর্ড ভেঙ্গেছেন প্রভাত জয়সুরিয়া।
ক্যারিয়ারের অষ্টম টেস্টে ৫০ উইকেটের দেখা পেয়েছিলেন ১৯৫০ সালে ইংল্যান্ড সফরে অবিশ্বাস্য পারফর্ম্যান্স দেখান ভ্যালেন্টাইন। পরিসংখ্যান বলছে, সেই ইংল্যান্ড সফরে ট্যুর ম্যাচসহ সব মিলিয়ে ২১ ম্যাচে ১১৮৫.২ ওভার বল করে ১২৩ উইকেট নেন তিনি। পরবর্তীতে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের 'ভিক্টরি ক্যালিপসো' গানে উচ্চারণ করা হয় ভ্যালেন্টাইনের কথা।
সেই সফরেই চার টেস্টে ৩৩ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারী ছিলেন তিনি। ইংল্যান্ডের মাটিতে সেবারই প্রথম টেস্ট সিরিজ জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। এমন পারফরম্যান্সের পর ১৯৫১ সালে উইজডেনের বর্ষসেরা ক্রিকেটারের তালিকায় জায়গা করে নেন ভ্যালেন্টাইন।
তবে প্রভাত জয়সুরিয়া ভ্যালেন্টাইনের সঙ্গে শুধু ম্যাচসংখ্যায় নয়, বোলিং করার ইনিংস সংখ্যাতেও এগিয়ে। ক্যারিয়ারের সপ্তম ম্যাচে ১১তম ইনিংসে এসে রেকর্ডটি গড়লেন এই লঙ্কান। ভ্যালেন্টাইন ক্যারিয়ারের অষ্টম টেস্টে এসে ১৫তম ইনিংস রেকর্ডটি গড়েছিলেন। সেটি ছিল ১৯৫১ সালের ৩১ ডিসেম্বর মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে।
অর্থাৎ ৭১ বছর পর ভ্যালেন্টিনের সেই রেকর্ড ভাঙলেন জয়সুরিয়া। ওয়েস্ট ইন্ডিজের হয়ে আন্তর্জাতিক অভিষেকের ১ বছর ২০৬ দিনের মাথায় এই রেকর্ড গড়েছিলেন ভ্যালেন্টাইন। গত বছরের ৮ জুলাই এই গলেই টেস্ট অভিষিক্ত জয়সুরিয়া তার রেকর্ডটি ভাঙতে সময় নিলেন ২৯৪ দিন।