মেসি-এমবাপ্পেকে পেছনে ফেলে বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ক্রীড়াবিদ রোনালদো
ফোর্বসের করা বিশ্বের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া ক্রীড়াবিদের তালিকায় শীর্ষে আছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তালিকার পরের দুজন লিওনেল মেসি এবং কিলিয়ান এমবাপ্পে।
সৌদি আরবের ক্লাব আল-নাসেরে যোগ দেওয়ার পরই রোনালদোই যে সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া ক্রীড়াবিদ হবেন তা জানা গিয়েছে। বছরে প্রায় দুই হাজার দুশো কোটি টাকা টাকা রোনালদোকে দেবে আল-নাসের।
ফোর্বস জানিয়েছে, রোনালদোর গত বছরের আয় ছিলো ১৩৬ মিলিয়ন ডলার অর্থাৎ প্রায় এক হাজার চারশো কোটি টাকা। তালিকার দ্বিতীয় স্থানে আছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি। যিনি আয় করেছেন ১৩০ মিলিয়ন ডলার অর্থাৎ প্রায় এক হাজার ৩৫০ কোটি টাকা।
তালিকার তৃতীয় স্থানেও আছেন মেসির পিএসজি সতীর্থ কিলিয়ান এমবাপ্পে। যার আয় ছিলো ১২০ মিলিয়ন ডলার অর্থাৎ প্রায় এক হাজার ২৫০ কোটি টাকা।
তালিকার প্রথম তিন স্থান ফুটবলারদের দখলে থাকার পর চতুর্থ স্থানে আছেন বাস্কেটবল তারকা লেব্রন জেমস। লস এঞ্জেলেস লেকার্সের এই তারকা আয় করেছেন ১১৯.৫ মিলিয়ন ডলার। সেরা পাঁচের তালিকায় সর্বশেষ জন ক্যানেলো আলভারেজ।
মেক্সিকান এই বক্সার আয় করেছেন ১১০ মিলিয়ন ডলার। এই আলভারেজই কাতার বিশ্বকাপের সময় আলোচনায় এসেছিলেন মেসিকে ঘুষি মারার হুমকি দিয়ে। পরবর্তীতে সেই মন্তব্যের জন্য ক্ষমাও চান তিনি।