'মেসির সৌদিতে যাওয়ার খবরটি একদমই সঠিক নয়'
লিওনেল মেসি সামনের মৌসুমে কোথায় খেলবেন সেই প্রশ্নের উত্তর এখনো মেলেনি। তবে একটা বড় বোমাই ফাটিয়েছে বার্তা সংস্থা এএফপি। তাদের খবর যদি সঠিক হয়ে থাকে তাহলে লিওনেল মেসির সৌদি আরবে যাওয়ার গুঞ্জন সত্যি হতে চলেছে।
এএফপির দেওয়া এই খবরের বেশি সময় গড়ায় নি। এর মধ্যেই লিওনেল মেসির বাবা হোর্হে মেসি সেই খবরের কথা অস্বীকার করেছেন। মেসির সৌদি আরবের একটি ক্লাবের সঙ্গে চুক্তি সম্পন্ন হয়ে যাওয়ার বিষয়টি মিডিয়ার বানানো বলে দাবি হোর্হের।
আনুষ্ঠানিক বিবৃতিতে হোর্হে জানিয়েছেন, 'সৌদি আরবের কোনো ক্লাবের সঙ্গে চুক্তির বিষয়টি একদমই সঠিক নয়। আমরা এই মৌসুম শেষ হওয়ার আগে কোনো সিদ্ধান্ত নেবো না। মিডিয়া কাটতি বাড়ানোর জন্য নিজেদের মতো করে খবর বানিয়ে প্রচার করছে।'
এরপর হোর্হে আরো যোগ করেন, 'আমি নিশ্চয়তা দিয়ে বলছি, এই মৌসুম শেষ হওয়ার আগে কারো সঙ্গে কোনো ধরণের চুক্তি, শর্ত কিংবা মৌখিক সম্মতির কোনোটিই করা হবে না।'
এর আগে এএফপি জানিয়েছে মেসি সামনের মৌসুমে সৌদি আরবে খেলবেন তা নিশ্চিত। একটি ক্লাবের সঙ্গে তার চুক্তিও হয়ে গিয়েছে। তবে যে সূত্রের বরাত দিয়ে এএফপি এই খবর জানিয়েছে তারা ক্লাবের নাম বলতে রাজি হয় নি।
মেসিকে পাওয়ার জন্য সৌদি সরকারও আগ্রহী ছিলো। এমনকি তাকে বছরে চার হাজার কোটি টাকা দেবার প্রস্তাবও নাকি দিয়েছিল তারা। আর এবার এএফপি জানালো, এই ধরণেরই একটি চুক্তিতে রাজি হয়েছেন আর্জেন্টাইন জাদুকর।
এএফপি জানিয়েছে, নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র যারা কিনা মেসির সঙ্গে সৌদি আরবের ক্লাবটির চুক্তির সাথে জড়িত তারাই এই খবর দিয়েছে। সেই সূত্র দাবি করেছে, 'মেসি সামনের মৌসুমে সৌদি আরবে খেলবে। তার সঙ্গে সব চুক্তি সম্পন্ন হয়েছে। এটি একটি বিশাল অংকের চুক্তি। কিছু ছোট ছোট ব্যাপারে আমরা এখন কাজ করছি।'
বর্তমানে সৌদি আরব তো বটেই, বিশ্বেরই সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো। আল-নাসেরের সঙ্গে রোনালদোর চুক্তি বছরে দুই হাজার দুইশ কোটি টাকার। মেসির চুক্তিতে টাকার পরিমাণ হবে রোনালদোর প্রায় দ্বিগুণ!