মোখায় ক্ষতিগ্রস্তদের অর্থ সংগ্রহে এসেক্স ও ক্রিকেট আয়ারল্যান্ডের ব্যাট উপহার
আয়ারল্যান্ডকে ৪ রানে হারিয়ে ২-০ ব্যবধানে ওয়ানডে সিরিজি জিতেছে বাংলাদেশ। ম্যাচশেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবালের হাতে দুটি ব্যাট তুলে দেওয়া হয়।
ঘূর্ণিঝড় মোখার আঘাতে ক্ষতিগ্রস্তদের সহায়তার উদ্দেশ্যে ব্যাট দুটি নিলামে তোলা হবে। এসেক্স কাউন্টি ক্রিকেট ক্লাব ও আয়ারল্যান্ড জাতীয় দলের পক্ষ থেকে সই করা ব্যাট দুটি দেওয়া হয়।
তামিম ইকবালের হাতে ব্যাট দুটি তুলে দেন এসেক্সের সিইও জন স্টিফেনসন এবং আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান ব্রায়ান ম্যাকনিস।
পুরস্কার দেওয়ার আগে এসেক্সের সিইও জন স্টিফেনসন বলেন, 'প্রথমে আমরা বাংলাদেশের অধিনায়ক তামিম ইকবালের হাতে একটি বিশেষ উপহার তুলে দিতে চাই, যা হলো এসেক্স এবং আয়ারল্যান্ডের সব খেলোয়াড়ের সই করা দুটি ব্যাট। বাংলাদেশে হওয়া ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের সহায়তা করার জন্য এগুলো নিলামে তোলা হবে।'
মোখার খবর পৌঁছে গিয়েছে এসেক্স ও আয়ারল্যান্ডের খেলোয়াড়দের কানেও। ঘূর্ণিঝড়ে আক্রান্তদের জন্য সহমর্মিতা জানিয়ে এসেক্স জানায়, 'আমরা ঘূর্ণিঝড়ের কথা জেনে উদ্বিগ্ন। যারা এই ঝড়ের কবলে পড়েছেন তাদের সবার প্রতি আমাদের শুভকামনা।'
আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ডের অফিসিয়াল টুইটার থেকেও বাংলাদেশের জন্য বার্তা ছিলো, 'যে মারাত্মক ঘূর্ণিঝড়ের কবলে পড়েছে দক্ষিণ এশিয়া তা থেকে যেন সবাই রক্ষা পায়। বাংলাদেশের মানুষকে আয়ারল্যান্ড ক্রিকেটের পক্ষ থেকে শুভকামনা।'