মেসির বাঁ পা নয়, রোনালদোর ডান পা চান হলান্ড
লিওনেল মেসির বাঁ পায়ের চেয়ে ক্রিশ্চিয়ানো রোনালদোর ডান পা'ই প্রাধান্য পাবে আর্লিং হলান্ডের কাছে। তবে মেসি ভক্তদের হলান্ডের সঙ্গে রাগ করার কোনো কারণ নেই। হলান্ডের এমন করে রোনালদোর ডান পা চাওয়ার কারণ, ইতোমধ্যে মেসির মতোই দুর্দান্ত বাঁ পা আছে হলান্ডের।
এই মৌসুমে সিটির হয়ে সব মিলিয়ে ৫১ ম্যাচে ৫২ গোল করেছেন হলান্ড। জিতেছেন প্রিমিয়ার লিগের গোল্ডেন বুট, ভেঙেছেন অসংখ্য রেকর্ড।
হলান্ডের সামনে সুযোগ আছে সিটির হয়ে ট্রেবল জেতার। প্রিমিয়ার লিগ জেতা হয়ে গিয়েছে, সামনের সপ্তাহে এফএ কাপের ফাইনালে সিটি খেলবে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে। ১০ জুন ইন্টার মিলানের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালেও খেলবে সিটি।
সিটির হয়ে প্রথম মৌসুমেই এতসব কীর্তি গড়া হলান্ডের কাছে জানতে চাওয়া হয়েছিল, মেসির বাঁ পা নাকি রোনালদোর ডান পা, সুযোগ পেলে কোনটি নেবেন তিনি। সেখানে হলান্ডের উত্তর, 'এটার উত্তর দেওয়া খুব কঠিন। তবে আমার যেহেতু দুর্দান্ত এক বাঁ পা রয়েছে তাই রোনালদোর ডান পা বেছে নেব।'
অবশ্য এক পায়েই যা করছেন তাতেই রেকর্ডের পাতা উল্টে পাল্টে যাচ্ছে। দুই পায়ে সমান হলে তো প্রতিপক্ষের ডিফেন্ডারদের অবস্থা আরো নাজেহাল হয়ে উঠবে।