বৃষ্টি বাধায় আইপিএল ফাইনাল, খেলা না হলে কী হবে
লম্বা পথ পেরিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) জায়গা করে নিয়েছে চারবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস ও বর্তমান চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্স। আহমেদাবাদে আজ শিরোপার লড়াইয়ে মুখোমুখি হওয়ার কথা মহেন্দ্র সিং ধোনি ও হার্দিক পান্ডিয়ার দলের। ম্যাচটি বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হওয়ার কথা ছিল। কিন্তু বৃষ্টির কারলে সেটা সম্ভব হয়নি। এখন পর্যন্ত টসও হয়নি।
আইপিএলের ফাইনালে বৃষ্টির শঙ্কা ছিল, শেষ পর্যন্ত সেটাই হলো। টস হওয়ার বেশ আগে থেকেই আহমেদাবাদে বৃষ্টি শুরু হয়, যা এখনও চলছে। ভারতীয় ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, বৃষ্টির সঙ্গে বজ্র-বৃষ্টির সঙ্গে প্রচন্ড বাতাস বয়ে যাচ্ছে। প্রবল বাতাসে মাঠের কিছু অংশের কভার উড়ে গেছে, পানি জমেছে মাঠের বিভিন্ন জায়গায়।
বৃষ্টি থামার ওপর নির্ভর করছে পুরো ২০ ওভারের ম্যাচ হবে নাকি ওভার কাটা হবে। বাংলাদেশ সময় রাত ১০টা ৪০ মিনিটের মধ্যে খেলা শুরু হলে পুরো ২০ ওভারের খেলা হবে। অন্তত ৫ ওভারের ম্যাচ হতে বাংলাদেশ সময় রাত ১২টা ৫৬ মিনিটের মধ্যে খেলা শুরু হতে হবে। আইপিএলের বাইলজ অনুযায়ী কোনো ম্যাচে ফল হতে দুই দলকেই কমপক্ষে ৫ ওভার ব্যাটিং করতে হবে।
বৃষ্টির কারণে এই ৫ ওভারের ম্যাচও না হলে আইপিএলের ফাইনাল ২৯ মে অনুষ্ঠিত হবে। ফাইনালের জন্য রিজার্ড ডে'র ব্যবস্থা রেখেছে আয়োজকরা। আজ শুরু হয়ে শেষ না হলেও ম্যাচ রিজার্ড ডে'তে গড়াবে। যেখানে বন্ধ হবে খেলা, ঠিক সেখান থেকেই কাল শুরু হবে। আজ টস হয়ে যদি খেলা শুরু করা যায়, আজকের টসেই কাল খেলা হবে।
রিজার্ভ ডে'তেও খেলা না হলে আইপিএলের ফাইনাল পরিত্যক্ত হবে। ম্যাচ না হলেও অবশ্য শিরোপার মীমাংসা করা হবে। এক দলের হাতেই উঠবে শিরোপা। এক্ষেত্রে লিগ পর্বের পারফরম্যান্স বিবেচনা করা হবে। লিগ পর্বের ৭০ ম্যাচ শেষে যে দল শীর্ষে ছিল, ফাইনালে ওঠা সেই দলটির মাথায় উঠবে শ্রেষ্ঠত্বের মুকুট। ২০ পয়েন্ট নিয়ে লিগ পর্ব শেষে শীর্ষে ছিল গুজরাট, ১৭ পয়েন্ট নিয়ে চেন্নাই ছিল দুই নম্বরে।