বেনজেমাকে সৌদি আরবের লোভনীয় প্রস্তাব!
তারকা-মহাতারকা সমৃদ্ধ লিগ বানাতে আটঘাট বেঁধে নেমেছে সৌদি আরব কর্তৃপক্ষ। ক্রিশ্চিয়ানো রোনালদোকে তো আগেই দলে ভিড়িয়েছে আল-নাসের। লিওনেল মেসির পেছনে লেগেছে আল-হিলাল। এবার করিম বেনজেমাকে নিজেদের লিগে নিয়ে আসতে চায় সৌদি আরব।
রিয়াল মাদ্রিদের মৌসুমটা একদমই ভালো কাটেনি। কেবল কোপা দেল রে জিতেছে আনচেলত্তির দল। যদিও বেনজেমা ব্যক্তিগতভাবে করেছেন ৩০ গোল। রিয়াল মাদ্রিদ ইতোমধ্যে ৩৫ বছর বয়সী বেনজেমার বিকল্প খোঁজা শুরু করেছে। ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইনকে পাখির চোখ করেছে লস ব্লাঙ্কোসরা।
সৌদি আরব থেকে বেনজেমার কাছে প্রস্তাব এসেছে বেশ কিছুদিন আগেই। তবে রিয়ালেই থাকার ইচ্ছা পোষণ করেছেন ফরাসি তারকা। যদিও সম্প্রতি নাকি ভাবনায় পরিবর্তন এসেছে তার। লোভনীয় অংকের প্রস্তাবে 'না' করতে চাচ্ছেন না তিনি।
সৌদি আরবের লিগে যোগ দিলে বছরে ৪০০ মিলিয়ন ইউরো পাবেন বেনজেমা। ক্রিশ্চিয়ানো রোনালদোকে একই পরিমাণ অর্থ দেয় আল-নাসের। সাবেক রিয়াল সতীর্থের সমান পারিশ্রমিকের হাতছানি বেনজেমা উপেক্ষা নাও করতে পারেন।
২০৩০ সালের বিশ্বকাপ আয়োজন করতে বদ্ধপরিকর সৌদি আরব। সে উদ্দেশ্যেই নিজেদের লিগকে তারকাসমৃদ্ধ করতে চাচ্ছে সৌদি কর্তৃপক্ষ। আর তারই প্রমাণ মিলছে তাদের মেসি-বেনজেমার মতো মহাতারকাদের দলে ভেড়ানোর চেষ্টায়।
তারকা-মহাতারকা সমৃদ্ধ লিগ বানাতে আটঘাট বেঁধে নেমেছে সৌদি আরব কর্তৃপক্ষ। ক্রিশ্চিয়ানো রোনালদোকে তো আগেই দলে ভিড়িয়েছে আল-নাসের। লিওনেল মেসির পেছনে লেগেছে আল-হিলাল। এবার করিম বেনজেমাকে নিজেদের লিগে নিয়ে আসতে চায় সৌদি আরব।